ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে