প্রযুক্তি ডেস্ক
আইফোন ১৪ সিরিজ গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর নানান প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। তবে গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে যে একটি জিনিস নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেকের তা হলো, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। যদিও এই নতুন সংযোজনটি শুধু আইফোন সিরিজের প্রো মডেলগুলোতে দেখতে পাওয়া গেছে। তবে এখন কেউ চাইলে আইফোন ১৪ প্রো মডেল না কিনে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি।
প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। অ্যাপটি মাঝেমধ্যে অ্যাড প্রদর্শন করে। চাইলে এক ডলার দিয়ে এর প্রো ভার্সন কিনে অ্যাড ছাড়াই ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিলে অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। আবার অ্যাপের সেটিংস সেকশনে গিয়ে কোন অ্যাপ ডায়নামিক আইল্যান্ডে নোটিফিকেশন ও অ্যাকশন প্রদর্শন করতে পারবেন তা সিলেক্ট করা যাবে। এ ছাড়া হাইট, ওয়াইড, পজিশন বা এইজের মতো সেটিংস মডিফাই করে ক্যাপসুলের লুক পরিবর্তন করা যাবে। এমনকি নিজ থেকে রং সিলেক্ট হওয়ার অপশনও রয়েছে; অর্থাৎ সেটিংস থেকে অ্যাপটি কীভাবে কাজ করবে তার সব অপশন দেওয়া রয়েছে, যা নিজের ইচ্ছেমতো মডিফাই করা যাবে।
মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা কাটআউটকে কাজে লাগানোর অসাধারণ একটি ফিচার এই ডায়নামিক আইল্যান্ড। এই টুল ব্যবহার করে অ্যাপল আইফোন ১৪ প্রো না কিনেও অ্যান্ড্রয়েড ফোনটিতে নতুন ধরনের এই নচ বৈশিষ্ট্যের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
আইফোন ১৪ সিরিজ গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর নানান প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। তবে গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে যে একটি জিনিস নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেকের তা হলো, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। যদিও এই নতুন সংযোজনটি শুধু আইফোন সিরিজের প্রো মডেলগুলোতে দেখতে পাওয়া গেছে। তবে এখন কেউ চাইলে আইফোন ১৪ প্রো মডেল না কিনে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি।
প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। অ্যাপটি মাঝেমধ্যে অ্যাড প্রদর্শন করে। চাইলে এক ডলার দিয়ে এর প্রো ভার্সন কিনে অ্যাড ছাড়াই ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিলে অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। আবার অ্যাপের সেটিংস সেকশনে গিয়ে কোন অ্যাপ ডায়নামিক আইল্যান্ডে নোটিফিকেশন ও অ্যাকশন প্রদর্শন করতে পারবেন তা সিলেক্ট করা যাবে। এ ছাড়া হাইট, ওয়াইড, পজিশন বা এইজের মতো সেটিংস মডিফাই করে ক্যাপসুলের লুক পরিবর্তন করা যাবে। এমনকি নিজ থেকে রং সিলেক্ট হওয়ার অপশনও রয়েছে; অর্থাৎ সেটিংস থেকে অ্যাপটি কীভাবে কাজ করবে তার সব অপশন দেওয়া রয়েছে, যা নিজের ইচ্ছেমতো মডিফাই করা যাবে।
মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা কাটআউটকে কাজে লাগানোর অসাধারণ একটি ফিচার এই ডায়নামিক আইল্যান্ড। এই টুল ব্যবহার করে অ্যাপল আইফোন ১৪ প্রো না কিনেও অ্যান্ড্রয়েড ফোনটিতে নতুন ধরনের এই নচ বৈশিষ্ট্যের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে