অপ্রাসঙ্গিক উত্তর দেওয়ার কারণে অনলাইনে চালুর মাত্র তিন দিনের মাথায় বন্ধ করে দিতে হলো ফরাসি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘লুসি’-কে। সাদামাটা গাণিতিক সমীকরণের ভুল উত্তর দিচ্ছিল চ্যাটবটটি এবং এক ব্যবহারকারীকে ‘গরুর ডিম’ খাওয়ার মতো অদ্ভুত পরামর্শও দেয়। এর ফলে ফরাসি ভাষার চ্যাটবটিকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয় ঠাট্টা-মশকরা। আর এ জন্য চ্যাটবটটিকে অফলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চ্যাটজিপিটির মতো বড় এআই সিস্টেমের একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে লুসি। ‘ফ্রান্স ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সিএনআরএসের সহযোগিতায় চ্যাটবটটি তৈরি করেছে লিনাগোরা গ্রুপ। কোম্পানিটির লক্ষ্য হলো এমন একটি এআই মডেল তৈরি করা, যা ইউরোপীয় মূল্যবোধ অনুযায়ী কাজ করবে এবং প্রধানত শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হবে।
গত শনিবার এক বিবৃতিতে লিনাগোরা গ্রুপ জানায়, লুসি এখনো একটি ‘শিক্ষামূলক গবেষণা প্রকল্প’ এবং তার উন্নয়নপ্রক্রিয়া এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। একটু আগেভাগেই মডেলটি অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে স্বীকার করে কোম্পানিটি। বর্তমান সংস্করণের সীমাবদ্ধতা সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানানো উচিত ছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে লিনাগোরা গ্রুপের সাধারণ পরিচালক মিশেল-মারি মডেট জানান, এখন দলটি তাদের মডেলটি আপডেট করবে এবং তারপর একটি বেটা সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। পরবর্তী সময়ে এটি আবার জনসাধারণের জন্য উন্মোচন করা হবে।
৩ জানুয়ারি প্রকাশিত একটি বিবৃতিতে লিনাগোরা জানিয়েছিল, ফ্রান্সের জাতীয় প্রতীক মেরিয়ান এবং ‘লুসি’ সিনেমার মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের অনুপ্রেরণায় তাদের লোগোটি তৈরি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘লুসি নীল, সাদা এবং লাল শালে আবৃত, যা সার্বভৌম ফরাসি ব্যক্তিত্বকে প্রদর্শন করে।’
লুসি চালু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এর ভুল উত্তরগুলো শেয়ার করতে থাকে ব্যবহারকারীরা। একটি প্রশ্নের উত্তরে চ্যাটবট বলেছিল, ‘গরু দ্বারা উৎপাদিত একটি খাদ্য হলো গরুর ডিম, যা মুরগির ডিম হিসেবেও পরিচিত। এটি প্রোটিন ও পুষ্টির একটি ভালো উৎস।’
চ্যাটবটটি সহজ গাণিতিক প্রশ্নেরও ভুল উত্তর দেয়। এক ব্যবহারকারী চ্যাটবটটিকে ৩-এর সঙ্গে ২ যোগ করার পর এর ফলাফলের সঙ্গে ৫ গুণ করতে বলে। চ্যাটবট এর গাণিতিক প্রশ্নের উত্তর দেয় ১৭। যেটি অবশ্যই একটি ভুল উত্তর। এ ছাড়া, ‘ছাগলের বর্গমূল এক’ বলেও একটি অদ্ভুত উত্তর দেয় লুসি।
ফ্রান্সের ইংরেজি ভাষার আধিপত্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে লুসি মডেলটি তৈরি করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ‘ফ্রান্স ২০৩০’ বিনিয়োগ প্রকল্পের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। এটি ৫৪ বিলিয়ন ইউরোর একটি বৃহত্তর প্রকল্পের আওতায় রয়েছে।
এ ছাড়া, ইমানুয়েল মাখোঁ এখন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন, যা ১০ থেকে ১১ ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বনেতা ও প্রযুক্তিবিদরা একত্র হবেন।
তথ্যসূত্র: সিএনএন
অপ্রাসঙ্গিক উত্তর দেওয়ার কারণে অনলাইনে চালুর মাত্র তিন দিনের মাথায় বন্ধ করে দিতে হলো ফরাসি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘লুসি’-কে। সাদামাটা গাণিতিক সমীকরণের ভুল উত্তর দিচ্ছিল চ্যাটবটটি এবং এক ব্যবহারকারীকে ‘গরুর ডিম’ খাওয়ার মতো অদ্ভুত পরামর্শও দেয়। এর ফলে ফরাসি ভাষার চ্যাটবটিকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয় ঠাট্টা-মশকরা। আর এ জন্য চ্যাটবটটিকে অফলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চ্যাটজিপিটির মতো বড় এআই সিস্টেমের একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে লুসি। ‘ফ্রান্স ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সিএনআরএসের সহযোগিতায় চ্যাটবটটি তৈরি করেছে লিনাগোরা গ্রুপ। কোম্পানিটির লক্ষ্য হলো এমন একটি এআই মডেল তৈরি করা, যা ইউরোপীয় মূল্যবোধ অনুযায়ী কাজ করবে এবং প্রধানত শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হবে।
গত শনিবার এক বিবৃতিতে লিনাগোরা গ্রুপ জানায়, লুসি এখনো একটি ‘শিক্ষামূলক গবেষণা প্রকল্প’ এবং তার উন্নয়নপ্রক্রিয়া এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। একটু আগেভাগেই মডেলটি অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে স্বীকার করে কোম্পানিটি। বর্তমান সংস্করণের সীমাবদ্ধতা সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানানো উচিত ছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে লিনাগোরা গ্রুপের সাধারণ পরিচালক মিশেল-মারি মডেট জানান, এখন দলটি তাদের মডেলটি আপডেট করবে এবং তারপর একটি বেটা সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। পরবর্তী সময়ে এটি আবার জনসাধারণের জন্য উন্মোচন করা হবে।
৩ জানুয়ারি প্রকাশিত একটি বিবৃতিতে লিনাগোরা জানিয়েছিল, ফ্রান্সের জাতীয় প্রতীক মেরিয়ান এবং ‘লুসি’ সিনেমার মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের অনুপ্রেরণায় তাদের লোগোটি তৈরি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘লুসি নীল, সাদা এবং লাল শালে আবৃত, যা সার্বভৌম ফরাসি ব্যক্তিত্বকে প্রদর্শন করে।’
লুসি চালু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এর ভুল উত্তরগুলো শেয়ার করতে থাকে ব্যবহারকারীরা। একটি প্রশ্নের উত্তরে চ্যাটবট বলেছিল, ‘গরু দ্বারা উৎপাদিত একটি খাদ্য হলো গরুর ডিম, যা মুরগির ডিম হিসেবেও পরিচিত। এটি প্রোটিন ও পুষ্টির একটি ভালো উৎস।’
চ্যাটবটটি সহজ গাণিতিক প্রশ্নেরও ভুল উত্তর দেয়। এক ব্যবহারকারী চ্যাটবটটিকে ৩-এর সঙ্গে ২ যোগ করার পর এর ফলাফলের সঙ্গে ৫ গুণ করতে বলে। চ্যাটবট এর গাণিতিক প্রশ্নের উত্তর দেয় ১৭। যেটি অবশ্যই একটি ভুল উত্তর। এ ছাড়া, ‘ছাগলের বর্গমূল এক’ বলেও একটি অদ্ভুত উত্তর দেয় লুসি।
ফ্রান্সের ইংরেজি ভাষার আধিপত্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে লুসি মডেলটি তৈরি করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ‘ফ্রান্স ২০৩০’ বিনিয়োগ প্রকল্পের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। এটি ৫৪ বিলিয়ন ইউরোর একটি বৃহত্তর প্রকল্পের আওতায় রয়েছে।
এ ছাড়া, ইমানুয়েল মাখোঁ এখন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন, যা ১০ থেকে ১১ ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বনেতা ও প্রযুক্তিবিদরা একত্র হবেন।
তথ্যসূত্র: সিএনএন
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে