নোভাক জোকোভিচের সঙ্গে আগে প্রতিযোগিতাটা হতো রজার ফেদেরার আর রাফায়েল নাদালের। টেনিসের ‘বিগ থ্রি’র মধ্যে শুধু সার্বিয়ান তারকাই নিজের ফর্মটা ধরে রেখেছেন এখনো। ফেদেরার অবসরে। চোটে পড়ায় সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের পরে আর দেখা যায়নি নাদালকে।
তাঁদের অনুপস্থিতিতে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩ তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন জোকোভিচ। আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সার্বিয়ান তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম রাউন্ডে তিনি আগামীকাল মুখোমুখি হবেন ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারের।
তার আগে দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ জানালেন, এখন থেকে প্রতিটি গ্র্যান্ড স্লাম খেলবেন নিজের ‘শেষ স্লাম’ হিসেবে। আরও যে কয়েক বছর খেলবেন, স্লামের সংখ্যাটা নিয়ে যেতে চান ধরাছোঁয়ার বাইরে। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে সেটিই বললেন জোকো, ‘জানি না আমার আরও কত গ্র্যান্ড স্লাম হবে। এই মুহূর্তে আমার মনে শেষের কোনো চিন্তা নেই।’
তবে বয়সকে নিয়েই যত ভয় জোকোভিচের, ‘বয়স যখন ৩৬ হয়, তখন অনেক কিছু হতে থাকে। পারফরম্যান্সের দিক থেকে তাই প্রতিটি গ্র্যান্ড স্লামকে এখন শেষ হিসেবে বিবেচনা করছি।’
ইতিহাস আগেই গড়েছেন জোকোভিচ। তবে নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠা কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভের ওপর যে শোধ নেওয়া বাকি! ২০২১ সালে প্রথমবারের মতো বছরের চার গ্র্যান্ড স্লাম জেতার পথে ছিলেন জোকোভিচ। তবে ইউএস ওপেনে তাঁর সেই স্বপ্ন ভেঙে দেন মেদভেদেভ। আর উইম্বলডনের ফাইনালে হেরে বসেন নাদালের একাডেমি থেকে উঠে আসা আলকারাসের কাছে। বর্তমান সময়ে টেনিসে জোকোভিচের বড় প্রতিদ্বন্দ্বীই তিনি। কদিন আগে সিনাসিনাটি ওপেনে আলকারাসকে হারিয়ে জার্সি ছিঁড়ে বুনো উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন, উইম্বলডনে হারটা কেমন যন্ত্রণা দিয়েছিল জোকোভিচকে। এবার ইউএস ওপেনের ফাইনালেও দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জোকোভিচের এক দিন পরেই প্রথম রাউন্ড শুরু করবেন আলকারাস। লড়াইয়ের আগে ২০ বছর বয়সী এ তারকা জানালেন, আগের চেয়ে তিনি এখন পরিণত। গত বছরের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে চান এই শীর্ষ বাছাই, ‘কোর্টে এখন নিজেকে আরও বেশি পরিণত মনে হয়। গত বছর আমি যে মানের খেলোয়াড় ছিলাম, এখন তার চেয়ে ভালো। গত বছর যা করেছিলাম ঠিক সেটি করার চেষ্টা করছি।’ তবে দুজনের ফাইনালে ওঠার পথে বড় বাধা হতে পারেন মেদভেদেভ ও ইয়ানিক সিনার।
নোভাক জোকোভিচের সঙ্গে আগে প্রতিযোগিতাটা হতো রজার ফেদেরার আর রাফায়েল নাদালের। টেনিসের ‘বিগ থ্রি’র মধ্যে শুধু সার্বিয়ান তারকাই নিজের ফর্মটা ধরে রেখেছেন এখনো। ফেদেরার অবসরে। চোটে পড়ায় সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের পরে আর দেখা যায়নি নাদালকে।
তাঁদের অনুপস্থিতিতে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩ তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন জোকোভিচ। আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সার্বিয়ান তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম রাউন্ডে তিনি আগামীকাল মুখোমুখি হবেন ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারের।
তার আগে দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ জানালেন, এখন থেকে প্রতিটি গ্র্যান্ড স্লাম খেলবেন নিজের ‘শেষ স্লাম’ হিসেবে। আরও যে কয়েক বছর খেলবেন, স্লামের সংখ্যাটা নিয়ে যেতে চান ধরাছোঁয়ার বাইরে। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে সেটিই বললেন জোকো, ‘জানি না আমার আরও কত গ্র্যান্ড স্লাম হবে। এই মুহূর্তে আমার মনে শেষের কোনো চিন্তা নেই।’
তবে বয়সকে নিয়েই যত ভয় জোকোভিচের, ‘বয়স যখন ৩৬ হয়, তখন অনেক কিছু হতে থাকে। পারফরম্যান্সের দিক থেকে তাই প্রতিটি গ্র্যান্ড স্লামকে এখন শেষ হিসেবে বিবেচনা করছি।’
ইতিহাস আগেই গড়েছেন জোকোভিচ। তবে নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠা কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভের ওপর যে শোধ নেওয়া বাকি! ২০২১ সালে প্রথমবারের মতো বছরের চার গ্র্যান্ড স্লাম জেতার পথে ছিলেন জোকোভিচ। তবে ইউএস ওপেনে তাঁর সেই স্বপ্ন ভেঙে দেন মেদভেদেভ। আর উইম্বলডনের ফাইনালে হেরে বসেন নাদালের একাডেমি থেকে উঠে আসা আলকারাসের কাছে। বর্তমান সময়ে টেনিসে জোকোভিচের বড় প্রতিদ্বন্দ্বীই তিনি। কদিন আগে সিনাসিনাটি ওপেনে আলকারাসকে হারিয়ে জার্সি ছিঁড়ে বুনো উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন, উইম্বলডনে হারটা কেমন যন্ত্রণা দিয়েছিল জোকোভিচকে। এবার ইউএস ওপেনের ফাইনালেও দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জোকোভিচের এক দিন পরেই প্রথম রাউন্ড শুরু করবেন আলকারাস। লড়াইয়ের আগে ২০ বছর বয়সী এ তারকা জানালেন, আগের চেয়ে তিনি এখন পরিণত। গত বছরের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে চান এই শীর্ষ বাছাই, ‘কোর্টে এখন নিজেকে আরও বেশি পরিণত মনে হয়। গত বছর আমি যে মানের খেলোয়াড় ছিলাম, এখন তার চেয়ে ভালো। গত বছর যা করেছিলাম ঠিক সেটি করার চেষ্টা করছি।’ তবে দুজনের ফাইনালে ওঠার পথে বড় বাধা হতে পারেন মেদভেদেভ ও ইয়ানিক সিনার।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ঘটনা তো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে মাঠেই মেজাজ হারান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগেবার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মায়ামিতে আয়োজন করার ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। ম্যাচটি নিয়ে অনেকের নানা আপত্তি ছিল। অবশেষে খুশির খবর পাচ্ছে বার্সা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্সাকে দিতে যাচ্ছে মায়ামিতে খেলার অনুমতি।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে ওয়েলিংটনে বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফের দেখা হচ্ছে তাদের। দুটি দলই জয় দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করেছে।
৩ ঘণ্টা আগে২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু ১৪ টেস্ট খেলেছেন ম্যাট রেনশ। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে এমন অভিজ্ঞতা আগে কখনোই তাঁর হয়নি। ভারতের বিপক্ষে এবার অজি এই বাঁহাতি ব্যাটারের ফুরোচ্ছে অপেক্ষা।
৩ ঘণ্টা আগে