এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।
এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪০ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে