Ajker Patrika

সম্পদের তথ্য গোপন করায় ২ বছরের জেল টেনিসের সাবেক নাম্বার ওয়ানের

সম্পদের তথ্য গোপন করায় ২ বছরের জেল টেনিসের সাবেক নাম্বার ওয়ানের

ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সেটা পরিশোধ করতে চাননি। পরিশোধ করার ক্ষমতা না থাকলে আলাদা কথা ছিল। কিন্তু ঋণ পরিশোধ করবেন না বলে কাগজে-কলমে তিনি দেখিয়েছিলেন, পরিশোধের আর্থিক সামর্থ্য তাঁর নেই। এই সম্পদ গোপনের জন্য দুই বছরের স্থগিত জেল হয়েছে মেয়েদের টেনিসের সাবেক ‘নাম্বার ওয়ান’ আরাঞ্চা সানচেজ ভিকারিওর।

এই প্রজন্মের টেনিস ভক্তদের কাছে স্পেনের সানচেজ ভিকারিও অবশ্য ‘অচেনা’ এক নাম। তবে নব্বইয়ের দশকে বিশ্ব টেনিসে যে কজন নারী তারকা আলো ছড়িয়েছেন তাঁদের অন্যতম আরাঞ্চা সানচেজ ভিকারিও। চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার তিনটিই ফ্রেঞ্চ ওপেন। একটি ইউএস ওপেন। দুবার করে ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের। সানচেজ ভিকারিও ও তাঁর সাবেক স্বামী জোসেপ সান্তাকানা মিলে ব্যাংক থেকে ৬.৬ মিলিয়ন ইউরো ধার নিয়েছিলেন। টাকার অঙ্কে যা ৭৮ কোটি ৭১ লাখের মতো। ধারের এই অর্থ পরিশোধ করেননি সানচেজ ভিকারিও। দুই বছরের স্থগিত জেলের শাস্তির পাশাপাশি স্পেনের আদালত এই অর্থ পরিশোধ করার নির্দেশও দিয়েছেন।

সানচেজ ভিকারিওর টাকা পয়সার হিসাব রাখতেন সান্তাকানা। শাস্তি এড়াতে পারেননি তিনিও। উল্টো তাঁর শাস্তি হয়েছে বেশি। তিন বছর তিন মাসের জেল হয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত