Ajker Patrika

দুই দিন কোথায় ছিলেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯: ০৮
দুই দিন কোথায় ছিলেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিরতি ছিল আজ। তবে দলের বাইরে থাকা বিকল্প ক্রিকেটাররা অনুশীলন করেছেন। এই তালিকায় ৮ জন ক্রিকেটার থাকলেও ইবাদত হোসেন ছিটকে যাওয়ায় তানজিম হাসান সাকিবকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। ফলে বিকল্প তালিকায় এখন আছেন ৭ ক্রিকেটার।

সকাল থেকে মিরপুর স্টেডিয়ামের চলছে বিকেএসপিসহ বিভিন্ন একাডেমি ও ক্লাবের শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট। দুপুরে অনুশীলনের উদ্দেশ্যে মাঠে এসে নামলেন সৌম্য সরকার। বিসিবির মেডিকেল বিভাগে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা সৌম্যকে দেখেই মিডিয়া সেন্টারের সামনে থেকে একটু কাছাকাছি দৌড়ে এলেন। সৌম্যও ভবিষ্যৎ ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সায় দিলেন। তাতেই খুশি শিক্ষার্থীরা, বন্ধ করলেন ডাকাডাকি। 

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে বিকল্প খেলোয়াড়ের তালিকায় আছেন এই অলরাউন্ডারও। গত দুইদিন অবশ্য বাকি সাতজন অনুশীলনে এলেও মাহমুদউল্লাহ ছিলেন না। তিনিও অনুশীলনে ফিরেছেন আজ।  

একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে গত দুদিন অনুশীলন ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ। তাঁর মা অসুস্থ ছিলেন। ফিল্ডিং অনুশীলন করে বেশ কিছুক্ষণ একাডেমি মাঠে ব্যাটিং করলেন আজ। মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও জাকির হাসানও অনুশীলন করলেন। 

দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভিসা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় আছেন সৌম্যও। বেশ কদিন ধরেই অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন এই বাঁহাতি ব্যাটার। সময়টা যদিও তাঁর অনুকূলে নেই। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগ কিংবা ‘এ’ দলের হয়েও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবু সৌম্যকে জাতীয় দলের আশপাশে রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ, সৌম্যর রুদ্ররূপটা প্রথম মেয়াদে দেখে গেছেন এই শ্রীলঙ্কান কোচ। 

নিজেকে ফিরে পেতে, সব রকমের চেষ্টাই করছেন সৌম্য। মানসিকতাও বেশ ইতিবাচক। একজন সাংবাদিক কেমন আছেন জিজ্ঞেস করতেই হাসিমুখে বললেন, ‘ভালো আছি।’ এরপর ওয়ার্মআপ, ফিল্ডিং ও নেটে ব্যাটিংয়ে ঘাম ঝরালেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত