প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই ছিটকে গেলেন ইয়ানিক সিনার। শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা।
সিনার গত রাতে সামাজিকমাধ্যমে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইতালিয়ান টেনিস তারকা লিখেছেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্যারিস অলিম্পিক গেমসে আমি খেলতে পারছি না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর খারাপ লাগতে শুরু করে। দুদিন বিশ্রাম নেওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার টনসিলের সমস্যা খুঁজে পেয়েছেন ও খেলতে কঠোরভাবে নিষেধ করেছেন।’
প্যারিস অলিম্পিক খেলতে মুখিয়ে ছিলেন সিনার। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় বেশ হতাশ টেনিস বাছাইয়ের শীর্ষ তারকা। সিনার বলেন, ‘অলিম্পিকে খেলতে না পারা অনেক হতাশার বিষয়। কারণ এই মৌসুমে এটা আমার অন্যতম এক লক্ষ্য ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গৌরব রয়েছে, সেটার অংশ হতে তর সইছিল না। সকল ইতালিয়ান অ্যাথলেটকে শুভকামনা। তাদের আমি বাড়ি থেকে সমর্থন দেব।’
এবারের অলিম্পিকে লরেনৎসো মুসেত্তির সঙ্গে ডাবলস খেলার কথা ছিল সিনারের। সিনার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টেনিস বাছাইয়ের ২০৭ নম্বর খেলোয়াড় আন্দ্রেয়া ভাভাসরি খেলবেন। এছাড়া আরিনা সাবালেঙ্কা, ওনস জাবির, এমা রাদুকানু, বেন শেল্টন— নারীদের টেনিসে এসব তারকাদেরও খেলা হচ্ছে না প্যারিস অলিম্পিক।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সিনার জেতেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ওঠেন তিনি। ২০২৩ উইম্বলডন ওপেনের শেষ চারেও ওঠার কীর্তি রয়েছে ইতালিয়ান টেনিস তারকার।
প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই ছিটকে গেলেন ইয়ানিক সিনার। শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা।
সিনার গত রাতে সামাজিকমাধ্যমে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইতালিয়ান টেনিস তারকা লিখেছেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্যারিস অলিম্পিক গেমসে আমি খেলতে পারছি না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর খারাপ লাগতে শুরু করে। দুদিন বিশ্রাম নেওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার টনসিলের সমস্যা খুঁজে পেয়েছেন ও খেলতে কঠোরভাবে নিষেধ করেছেন।’
প্যারিস অলিম্পিক খেলতে মুখিয়ে ছিলেন সিনার। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় বেশ হতাশ টেনিস বাছাইয়ের শীর্ষ তারকা। সিনার বলেন, ‘অলিম্পিকে খেলতে না পারা অনেক হতাশার বিষয়। কারণ এই মৌসুমে এটা আমার অন্যতম এক লক্ষ্য ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গৌরব রয়েছে, সেটার অংশ হতে তর সইছিল না। সকল ইতালিয়ান অ্যাথলেটকে শুভকামনা। তাদের আমি বাড়ি থেকে সমর্থন দেব।’
এবারের অলিম্পিকে লরেনৎসো মুসেত্তির সঙ্গে ডাবলস খেলার কথা ছিল সিনারের। সিনার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টেনিস বাছাইয়ের ২০৭ নম্বর খেলোয়াড় আন্দ্রেয়া ভাভাসরি খেলবেন। এছাড়া আরিনা সাবালেঙ্কা, ওনস জাবির, এমা রাদুকানু, বেন শেল্টন— নারীদের টেনিসে এসব তারকাদেরও খেলা হচ্ছে না প্যারিস অলিম্পিক।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সিনার জেতেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ওঠেন তিনি। ২০২৩ উইম্বলডন ওপেনের শেষ চারেও ওঠার কীর্তি রয়েছে ইতালিয়ান টেনিস তারকার।
ঘরের মাঠ বলে কথা। গ্যালারি পরিপূর্ণ না হলে কি চলে! সমর্থকদের মধ্যে উন্মাদনার মাত্রা কেমন সেটা আর নতুন করে বলার দরকার আছে বলে মনে হয় না। উদাহরণ হিসেবে প্রথম ধাপে ২৪ মিনিটে ম্যাচের ১৯ হাজার টিকিট বিক্রি হওয়ার বিষয়টিও তুলে ধরা যায়। খবরটা অজানা নয় প্রতিপক্ষ হংকংয়ের কাছেও।
৫ মিনিট আগেআমিনুল ইসলাম বুলবুলের পাশে যখন তিনি দাঁড়ালেন, সেটাই অনেকের কাছে বিস্ময়। জেলা ক্রীড়া সংস্থা থেকে উঠে আসা ঢাকার বড় হোটেলের চেনা মুখ মোহাম্মদ শাখাওয়াত হোসেন এখন বিসিবির সহ-সভাপতি। পরিচয়টা যত ঝকঝকে, পথটা ততই চ্যালেঞ্জিং।
২৮ মিনিট আগেদ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হয়ে আজ সংবাদ সম্মলেন তিনি জানান, এখন থেকে বিসিবির বোর্ড সভায় মোবাইল নিষিদ্ধ।
১১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে নির্বাচন শেষে আজ সোমবার রাত ৯টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুল এসেছেন টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়ে। তাঁর পাশে বসা আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। খেলোয়াড়িজীবনে একে অন্যের অধীনে কত ম্যাচই তো খেলেছেন দুজন...
১২ ঘণ্টা আগে