টেনিসের ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচ। রজার ফেদেরার অবসরে, অবসর না নিয়েও কোর্টের বাইরে রাফায়েল নাদাল। এই দুজনের সঙ্গে জোকোভিচ মিলে বিশ্ব টেনিসে যে ‘বড় তিনে’র বলয়; তার আধিপত্য এখনো বহমান।
মাঝে পালাবদলের বুদবুদও উঠেছে। ইয়ানিক সিনার, দানিল মেদভেদেভ, ক্যাসপার রুড, ডমিনিক থিমরা বড় তিনের বলয় ভেঙেই গ্র্যান্ড স্লাম জিতেছেন। কিন্তু পেশাদার সার্কিটে কারও পারফরম্যান্সই তেমন ধারাবাহিক নয়। যেমনটা ধারাবাহিক কার্লোস আলকারাস। মাত্র ১৯ বছর বয়সে টেনিসের সর্বকনিষ্ঠ ‘নাম্বার ওয়ান’ হওয়া আলকারাসের এখন তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর তাঁর পারফরম্যান্স, ধারাবাহিকতা এমনই যে বড় তিনের শেষ প্রতিনিধি জোকোভিচের চ্যালেঞ্জার ভাবা হচ্ছে তাঁকেই। গত উইম্বলডনের কাব্যিক এক ফাইনালে সার্বিয়ান তারকাকে হারিয়ে সত্যিকারের ‘চ্যালেঞ্জার’ হয়ে উঠেছেন আলকারাস। বিশ্ব টেনিসে পালাবদলের ব্যাটনটার পুরোপুরি দখল নেওয়ার জন্য আজকের ফাইনালে জয় চাই আলকারাসের। ভেন্যু সেই অল ইংল্যান্ড ক্লাব। প্রতিপক্ষ সেই জোকোভিচ।
প্রতিপক্ষ হিসেবে আলকারাস যে সত্যিই একটা ‘ফ্যাক্টর’, উইম্বলডন ফাইনালের আগে সেটি উঠে এসেছে জোকোভিচের কথায়। ৩৭ বছর বয়সী জোকোভিচ বলছেন ইতিহাস গড়ার জন্য তাঁর ‘জ্বালানি’ চাই। উইম্বলডনে সবচেয়ে বেশি ৮ বার চ্যাম্পিয়ন হওয়া ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলা কিংবা মার্গারেট কোর্টের ২৪ ছাড়িয়ে সবচেয়ে বেশি ২৫ গ্র্যান্ড স্লাম শিরোপার নতুন রেকর্ড গড়ার জন্য সেই জ্বালানি তিনি আজকের ফাইনালে আলকারাসকে হারিয়েই পেতে পারেন বলে মনে করেন জোকোভিচ।
উইম্বলডনে জোকোভিচের ১০ম ফাইনাল, আর তাঁর খেলা ৭৫টি গ্র্যান্ড স্লামে ৩৭ তম ফাইনাল। আর জোকোভিচের চেয়ে ১৬ বছরের কম আলকারাসের এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনাল। জিতলে গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যাটাকে উন্নীত করবেন চারে। এই ফাইনাল তো আলকারাস জিততে চানই, এ দিন ইউরো জয়ের মধ্য দিয়ে গোটা স্পেনকে মেতে উঠতে দেখতে চান সুপার সানডের উচ্ছ্বাসে।
টেনিসের ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচ। রজার ফেদেরার অবসরে, অবসর না নিয়েও কোর্টের বাইরে রাফায়েল নাদাল। এই দুজনের সঙ্গে জোকোভিচ মিলে বিশ্ব টেনিসে যে ‘বড় তিনে’র বলয়; তার আধিপত্য এখনো বহমান।
মাঝে পালাবদলের বুদবুদও উঠেছে। ইয়ানিক সিনার, দানিল মেদভেদেভ, ক্যাসপার রুড, ডমিনিক থিমরা বড় তিনের বলয় ভেঙেই গ্র্যান্ড স্লাম জিতেছেন। কিন্তু পেশাদার সার্কিটে কারও পারফরম্যান্সই তেমন ধারাবাহিক নয়। যেমনটা ধারাবাহিক কার্লোস আলকারাস। মাত্র ১৯ বছর বয়সে টেনিসের সর্বকনিষ্ঠ ‘নাম্বার ওয়ান’ হওয়া আলকারাসের এখন তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর তাঁর পারফরম্যান্স, ধারাবাহিকতা এমনই যে বড় তিনের শেষ প্রতিনিধি জোকোভিচের চ্যালেঞ্জার ভাবা হচ্ছে তাঁকেই। গত উইম্বলডনের কাব্যিক এক ফাইনালে সার্বিয়ান তারকাকে হারিয়ে সত্যিকারের ‘চ্যালেঞ্জার’ হয়ে উঠেছেন আলকারাস। বিশ্ব টেনিসে পালাবদলের ব্যাটনটার পুরোপুরি দখল নেওয়ার জন্য আজকের ফাইনালে জয় চাই আলকারাসের। ভেন্যু সেই অল ইংল্যান্ড ক্লাব। প্রতিপক্ষ সেই জোকোভিচ।
প্রতিপক্ষ হিসেবে আলকারাস যে সত্যিই একটা ‘ফ্যাক্টর’, উইম্বলডন ফাইনালের আগে সেটি উঠে এসেছে জোকোভিচের কথায়। ৩৭ বছর বয়সী জোকোভিচ বলছেন ইতিহাস গড়ার জন্য তাঁর ‘জ্বালানি’ চাই। উইম্বলডনে সবচেয়ে বেশি ৮ বার চ্যাম্পিয়ন হওয়া ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলা কিংবা মার্গারেট কোর্টের ২৪ ছাড়িয়ে সবচেয়ে বেশি ২৫ গ্র্যান্ড স্লাম শিরোপার নতুন রেকর্ড গড়ার জন্য সেই জ্বালানি তিনি আজকের ফাইনালে আলকারাসকে হারিয়েই পেতে পারেন বলে মনে করেন জোকোভিচ।
উইম্বলডনে জোকোভিচের ১০ম ফাইনাল, আর তাঁর খেলা ৭৫টি গ্র্যান্ড স্লামে ৩৭ তম ফাইনাল। আর জোকোভিচের চেয়ে ১৬ বছরের কম আলকারাসের এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনাল। জিতলে গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যাটাকে উন্নীত করবেন চারে। এই ফাইনাল তো আলকারাস জিততে চানই, এ দিন ইউরো জয়ের মধ্য দিয়ে গোটা স্পেনকে মেতে উঠতে দেখতে চান সুপার সানডের উচ্ছ্বাসে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে