ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে