টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম উইম্বলডন শিরোপা নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ। জোকোভিচ উইম্বলডন জেতার পর একটি দৃশ্য নিয়মিত দেখা যায়। সেন্টার কোর্টে বসে ঘাস ছিঁড়ে খাওয়া। ঘাস খাওয়ার সময় জোকোভিচ এমন অভিব্যক্তি দেন যে, এই ঘাস খেতে আসলেই সুস্বাদু ছিল। গতকাল নিক কিরগিওসকে হারানোর পরও একই রীতি ধরে রেখেছেন জোকোভিচ। ফেদেরারকে ছাড়িয়ে ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের পর যথারীতি কোর্টে বসে ঘাস খেয়েছেন তিনি।
২০১৪ সালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতার পর একইভাবে কোর্টে বসে ঘাস খেয়েছিলেন জোকোভিচ। সে সময় বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘাস খাওয়া নিয়ে জোকোভিচ বলেন, ‘এটা অবশ্যই ছোট একটা প্রথা। অন্য সব শিশুর মতো শৈশবে আমিও উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন দেখতাম। তখন সেই লক্ষ্য অর্জনের পর কিছু একটা পাগলামি করার স্বপ্নও দেখতাম।’
এদিকে ৭ম উইম্বলডন জেতার প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘উইম্বলডন ঐতিহাসিকভাবে আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। এই বছরটি বাজেভাবে শুরু হয়েছিল। যা বছরের শুরুর দিকে প্রথম কয়েক মাসে আমাকে বেশ প্রভাবিত করেছে। আমি খুব ভালো অনুভব করছিলাম না। মানসিকভাবে আমি ভালো জায়গায় ছিলাম না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, কিছু সময় লাগবে। আমাকে ধৈর্য ধরতে হবে এবং আগে-পরে আমি নিজেকে ভালো অবস্থায় দেখতে পাব।’
তবে উইম্বলডন জিতলেও জোকোভিচের ইউএস ওপেন খেলা নিশ্চিত না। কারণ, টিকা না নিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবেন না জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলা নিয়ে জোকোভিচ বলেন, ‘বাস্তবে সম্ভব নয়। আমি টিকা নিইনি এবং নেওয়ার পরিকল্পনাও নেই। এখন বাধ্যতামূলক টিকা নেওয়ার নিয়ম বাতিলই হতে পারে আমার জন্য একমাত্র সুসংবাদ।’
টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম উইম্বলডন শিরোপা নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ। জোকোভিচ উইম্বলডন জেতার পর একটি দৃশ্য নিয়মিত দেখা যায়। সেন্টার কোর্টে বসে ঘাস ছিঁড়ে খাওয়া। ঘাস খাওয়ার সময় জোকোভিচ এমন অভিব্যক্তি দেন যে, এই ঘাস খেতে আসলেই সুস্বাদু ছিল। গতকাল নিক কিরগিওসকে হারানোর পরও একই রীতি ধরে রেখেছেন জোকোভিচ। ফেদেরারকে ছাড়িয়ে ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের পর যথারীতি কোর্টে বসে ঘাস খেয়েছেন তিনি।
২০১৪ সালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতার পর একইভাবে কোর্টে বসে ঘাস খেয়েছিলেন জোকোভিচ। সে সময় বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘাস খাওয়া নিয়ে জোকোভিচ বলেন, ‘এটা অবশ্যই ছোট একটা প্রথা। অন্য সব শিশুর মতো শৈশবে আমিও উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন দেখতাম। তখন সেই লক্ষ্য অর্জনের পর কিছু একটা পাগলামি করার স্বপ্নও দেখতাম।’
এদিকে ৭ম উইম্বলডন জেতার প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘উইম্বলডন ঐতিহাসিকভাবে আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। এই বছরটি বাজেভাবে শুরু হয়েছিল। যা বছরের শুরুর দিকে প্রথম কয়েক মাসে আমাকে বেশ প্রভাবিত করেছে। আমি খুব ভালো অনুভব করছিলাম না। মানসিকভাবে আমি ভালো জায়গায় ছিলাম না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, কিছু সময় লাগবে। আমাকে ধৈর্য ধরতে হবে এবং আগে-পরে আমি নিজেকে ভালো অবস্থায় দেখতে পাব।’
তবে উইম্বলডন জিতলেও জোকোভিচের ইউএস ওপেন খেলা নিশ্চিত না। কারণ, টিকা না নিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবেন না জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলা নিয়ে জোকোভিচ বলেন, ‘বাস্তবে সম্ভব নয়। আমি টিকা নিইনি এবং নেওয়ার পরিকল্পনাও নেই। এখন বাধ্যতামূলক টিকা নেওয়ার নিয়ম বাতিলই হতে পারে আমার জন্য একমাত্র সুসংবাদ।’
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৩৭ মিনিট আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
১ ঘণ্টা আগেদুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আলাদা দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আইরিশদের সাদা পোশাকের দলে জায়গা হয়েছে ৫ অনভিষিক্ত ক্রিকেটারের।
২ ঘণ্টা আগেনির্বাচনের পর আজ শুরু হয়েছে বিসিবির নতুন পরিচালনা পরিষদের যাত্রা। নির্বাচনের পর কে কোন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাচ্ছেন এটি নিয়েই ছিল যত কৌতূহল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রতিটি কমিটির দায়িত্ব বণ্টন করেছেন। বড় চমক, কোনো কমিটিতেই জায়গা হয়নি বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক...
২ ঘণ্টা আগে