ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৪ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে