Ajker Patrika

টোকিও অলিম্পিকে নেই সেরেনাও

টোকিও অলিম্পিকে নেই সেরেনাও

ঢাকা: টোকিও অলিম্পিককে ‘না’ করেছেন রাফায়েল নাদাল ও ডমিনিক থিম। এবার সেরেনা উইলিয়ামসও জানিয়ে দিলেন, তিনি নেই অলিম্পিকে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মার্কিন টেনিস তারকা।

কাল শুরু হচ্ছে উইম্বলডন টেনিস। টুর্নামেন্ট শুরুর আগে আজ এক সংবাদ সম্মেলনে টোকিও অলিম্পিক নিয়ে সেরেনা বলেছেন, ‘আমার নাম অলিম্পিক খেলোয়াড়দের তালিকায় নেই।’ ২৩বার গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা অবশ্য বিষয়টির ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, ‘অনেক কারণেই অলিম্পিকে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। আজ কোনো ব্যাখ্যা দিতে পারব না। খুবই দুঃখিত।’

সেরেনার আগে অবশ্য নাদাল ও থিমও ২৩ জুলাই শুরু হওয়া টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত