রোলাঁ গারোঁর লাল দুর্গে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচে অনেকেরই চোখ ছিল। লাল দুর্গের রাজা নাদাল পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তবে দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জোকোভিচ। বিদায় ঘণ্টা বেজে গেছে নাদালের।
অলিম্পিকের প্রথম রাউন্ডে টেনিস সিঙ্গেলসে মার্তন ফুকসোভিচকে হারিয়ে নাদাল ওঠেন দ্বিতীয় রাউন্ডে। ক্লে কোর্টে আজ দ্বিতীয় রাউন্ডে নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোকোভিচ। সময়ের দুই টেনিস তারকার লড়াইয়ে সরাসরি সেটেই ম্যাচ হেরে যান নাদাল। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ।
প্রথম সেটে কোনো পাত্তাই পাননি নাদাল। ৬-১ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান টেনিস তারকা ৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু নাদালের। সার্ভিস পয়েন্ট পাওয়ার পর একটি ব্রেক পয়েন্টও পেয়ে যান তিনি। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায়ের পাশাপাশি নিজের সেটে পয়েন্ট পেয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেট তখন পরিণত হয় ৪-৪ গেমে। লড়াইটা এ পর্যন্তই থেমে যায় নাদালের। পিছিয়ে থেকে যে জোকোভিচ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, সেখানে এগিয়ে থাকা ম্যাচ হারা তাঁর জন্য অসম্ভব বলা চলে। ব্রেক পয়েন্ট আদায়ের পর নিজের সার্ভিসে পয়েন্ট নিয়ে জেতেন জোকোভিচ।
চোটের সঙ্গে লড়াইটা নাদালের চলছে দীর্ঘদিন। অনুশীলনে চোট পেয়ে প্যারিস অলিম্পিক থেকে এক রকম ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল নাদালের। সেই অনিশ্চয়তা দূর করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্লে কোর্ট যখন নাদালের ‘প্রিয়’, সেখানে তাঁকে পিছিয়ে রাখার তো কোনো উপায় নেই। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
রোলাঁ গারোঁর লাল দুর্গে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচে অনেকেরই চোখ ছিল। লাল দুর্গের রাজা নাদাল পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তবে দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জোকোভিচ। বিদায় ঘণ্টা বেজে গেছে নাদালের।
অলিম্পিকের প্রথম রাউন্ডে টেনিস সিঙ্গেলসে মার্তন ফুকসোভিচকে হারিয়ে নাদাল ওঠেন দ্বিতীয় রাউন্ডে। ক্লে কোর্টে আজ দ্বিতীয় রাউন্ডে নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোকোভিচ। সময়ের দুই টেনিস তারকার লড়াইয়ে সরাসরি সেটেই ম্যাচ হেরে যান নাদাল। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ।
প্রথম সেটে কোনো পাত্তাই পাননি নাদাল। ৬-১ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান টেনিস তারকা ৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু নাদালের। সার্ভিস পয়েন্ট পাওয়ার পর একটি ব্রেক পয়েন্টও পেয়ে যান তিনি। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায়ের পাশাপাশি নিজের সেটে পয়েন্ট পেয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেট তখন পরিণত হয় ৪-৪ গেমে। লড়াইটা এ পর্যন্তই থেমে যায় নাদালের। পিছিয়ে থেকে যে জোকোভিচ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, সেখানে এগিয়ে থাকা ম্যাচ হারা তাঁর জন্য অসম্ভব বলা চলে। ব্রেক পয়েন্ট আদায়ের পর নিজের সার্ভিসে পয়েন্ট নিয়ে জেতেন জোকোভিচ।
চোটের সঙ্গে লড়াইটা নাদালের চলছে দীর্ঘদিন। অনুশীলনে চোট পেয়ে প্যারিস অলিম্পিক থেকে এক রকম ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল নাদালের। সেই অনিশ্চয়তা দূর করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্লে কোর্ট যখন নাদালের ‘প্রিয়’, সেখানে তাঁকে পিছিয়ে রাখার তো কোনো উপায় নেই। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে