নিউইয়র্কের মেয়ে জেসিকা পেগুলা। স্বভাবতই ক্যারোলিন মুচোভার বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শক সমর্থন ছিল তাঁর দিকে। কিন্তু দর্শকদের হতাশ করে মাত্র ২৮ মিনিটেই প্রথম সেট জিতলেন মুচোভা। আধিপত্য ধরে রেখেই দ্বিতীয় সেটে একক পর্যায়ে চেক প্রজাতন্দ্রের মুচোভা এগিয়ে গেলেন ৩-০ গেমে। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা!
তখন বিশ্বাস করার কেউই হয়তো ছিলেন না—ম্যাচটি জিতবেন পেগুলা। কিন্তু যা ভাবা যায়নি, ঘটল সেটাই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৪, ৬-২ গেমে জিতলেন। ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান বললেন পেগুলা, ‘আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি ফাইনালে উঠেছি।’ কেন ভাগ্যবান, তাঁরও একটা ব্যাখ্যা দিলেন তিনি, ‘টেনিসে যেন আমার হাতেখড়ি—এমন পর্যায়ে আমাকে নামিয়ে এনেছিল সে। আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং আমার কান্নার উপক্রম হয়েছিল। আমি জানি না, সেই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।’
এই জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পেগুলা। ফাইনালে তিনি লড়াই করবেন গতবারের সাবালেঙ্কার বিপক্ষে। বেলারুশের এই তারকা সেমিফাইনালে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/২) যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। গতবারও ফাইনালে খেলেছিলেন সাবালেঙ্কা; কিন্তু পারেননি শিরোপা হাতে নিতে। এবার পারবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা নিশ্চিত—ফ্ল্যাশিং মিডো পাচ্ছে নতুন এক রানিকে।
নিউইয়র্কের মেয়ে জেসিকা পেগুলা। স্বভাবতই ক্যারোলিন মুচোভার বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শক সমর্থন ছিল তাঁর দিকে। কিন্তু দর্শকদের হতাশ করে মাত্র ২৮ মিনিটেই প্রথম সেট জিতলেন মুচোভা। আধিপত্য ধরে রেখেই দ্বিতীয় সেটে একক পর্যায়ে চেক প্রজাতন্দ্রের মুচোভা এগিয়ে গেলেন ৩-০ গেমে। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা!
তখন বিশ্বাস করার কেউই হয়তো ছিলেন না—ম্যাচটি জিতবেন পেগুলা। কিন্তু যা ভাবা যায়নি, ঘটল সেটাই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৪, ৬-২ গেমে জিতলেন। ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান বললেন পেগুলা, ‘আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি ফাইনালে উঠেছি।’ কেন ভাগ্যবান, তাঁরও একটা ব্যাখ্যা দিলেন তিনি, ‘টেনিসে যেন আমার হাতেখড়ি—এমন পর্যায়ে আমাকে নামিয়ে এনেছিল সে। আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং আমার কান্নার উপক্রম হয়েছিল। আমি জানি না, সেই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।’
এই জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পেগুলা। ফাইনালে তিনি লড়াই করবেন গতবারের সাবালেঙ্কার বিপক্ষে। বেলারুশের এই তারকা সেমিফাইনালে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/২) যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। গতবারও ফাইনালে খেলেছিলেন সাবালেঙ্কা; কিন্তু পারেননি শিরোপা হাতে নিতে। এবার পারবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা নিশ্চিত—ফ্ল্যাশিং মিডো পাচ্ছে নতুন এক রানিকে।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হয়ে আজ সংবাদ সম্মলেন তিনি জানান, এখন থেকে বিসিবির বোর্ড সভায় মোবাইল নিষিদ্ধ।
১০ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে নির্বাচন শেষে আজ সোমবার রাত ৯টায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুল এসেছেন টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হয়ে। তাঁর পাশে বসা আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। খেলোয়াড়িজীবনে একে অন্যের অধীনে কত ম্যাচই তো খেলেছেন দুজন...
১১ ঘণ্টা আগেগত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবারও তাঁর সভাপতি হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। আজ বিসিবি নির্বাচন শেষে ফের সভাপতি হলেন বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের নাম নিচে দেওয়া হলো—
১৪ ঘণ্টা আগে