গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। গতবছরই ফ্লাশিং মিডোয় উঠেছিলেন শেষ আটে। তবে পেশাদার সার্কিটে নতুনের কেতন ওড়াচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে আসেন না তিনি। চীনের সেই ঝেং কিনওয়েন এবার উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
গতকাল সেমিফাইনালে ২১ বছর বয়সী কিনওয়েন ৬-৪,৬-৪ গেমে হারিয়েছেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার। সেমিফাইনালে যিনি ৭-৬ (৭ /২),৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গফকে।
প্রথমবারের মতো কিনওয়েন ফাইনালে ওঠলেও চীনের কোনো মেয়ে প্রতিযোগীর এটাই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ফাইনাল নয়। এর আগে ইয়ারা নদীর তীরে ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন চীনের লি না। সে বছর শিরোপাও জিতেছিলেন তিনি। গতকাল মেলবোর্ন পার্কে ফাইনালে উঠে দর্শকদের মনে অগ্রজ লি নাকেই মনে করিয়ে দিয়েছেন দ্বাদশ বাছাই কিনওয়েন।
গতকালের জয়ে টেনিস র্যাঙ্কিংয়ের সেরা দশে আসাটা নিশ্চিত হয়েছে কিনওয়েনের। যে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত কিনওয়েন, ‘দুর্দান্ত খেলতে পেরে এবং ফাইনালে ওঠে আমি খুবই রোমাঞ্চিত।’ তাঁর লক্ষ্য এখন শিরোপা। অভিজ্ঞ সাবালেঙ্কাকে হারিয়ে কি মেলবোর্ন পার্কে লি নার মতো ট্রফি উচিয়ে ধরতে পারবেন কিনওয়েন।
গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। গতবছরই ফ্লাশিং মিডোয় উঠেছিলেন শেষ আটে। তবে পেশাদার সার্কিটে নতুনের কেতন ওড়াচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে আসেন না তিনি। চীনের সেই ঝেং কিনওয়েন এবার উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
গতকাল সেমিফাইনালে ২১ বছর বয়সী কিনওয়েন ৬-৪,৬-৪ গেমে হারিয়েছেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার। সেমিফাইনালে যিনি ৭-৬ (৭ /২),৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গফকে।
প্রথমবারের মতো কিনওয়েন ফাইনালে ওঠলেও চীনের কোনো মেয়ে প্রতিযোগীর এটাই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ফাইনাল নয়। এর আগে ইয়ারা নদীর তীরে ২০২৪ সালে ফাইনাল খেলেছিলেন চীনের লি না। সে বছর শিরোপাও জিতেছিলেন তিনি। গতকাল মেলবোর্ন পার্কে ফাইনালে উঠে দর্শকদের মনে অগ্রজ লি নাকেই মনে করিয়ে দিয়েছেন দ্বাদশ বাছাই কিনওয়েন।
গতকালের জয়ে টেনিস র্যাঙ্কিংয়ের সেরা দশে আসাটা নিশ্চিত হয়েছে কিনওয়েনের। যে জয়ের পর দারুণ উচ্ছ্বসিত কিনওয়েন, ‘দুর্দান্ত খেলতে পেরে এবং ফাইনালে ওঠে আমি খুবই রোমাঞ্চিত।’ তাঁর লক্ষ্য এখন শিরোপা। অভিজ্ঞ সাবালেঙ্কাকে হারিয়ে কি মেলবোর্ন পার্কে লি নার মতো ট্রফি উচিয়ে ধরতে পারবেন কিনওয়েন।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে