Ajker Patrika

মায়ামি মাস্টার্সে সাবালেঙ্কার ‘প্রথম’

ক্রীড়া ডেস্ক    
মায়ামি মাস্টার্সের ট্রফি হাতে আরিনা সাবালেঙ্কা। ছবি: এক্স
মায়ামি মাস্টার্সের ট্রফি হাতে আরিনা সাবালেঙ্কা। ছবি: এক্স

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে না হারলে আরিনা সাবালেঙ্কা এতক্ষণে ঘোষণা দিতে পারতেন—আমেরিকার মাটিতে তিনি হারেন না! ওই হারের পরও অবশ্য সাবালেঙ্কা এমনটা দাবি করলে সেটা বেশি বাড়াবাড়ি হবে কি!

গত মায়ামি মাস্টার্সের ফাইনাল জিতলেন। সেটিও আমেরিকান প্রতিযোগী জেসিকা পেগুলাকে হারিয়ে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেগুলার বিপক্ষে ৭-৫, ৬-২ গেমে জয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ ২৪ ম্যাচের ২৩টিতেই জিতেছেন টেনিসের ‘নাম্বার ওয়ান’ সাবালেঙ্কা। একমাত্র হারটিই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে। সেই ম্যাচেও তিনি প্রথম সেটটি জিতেছিলেন ৬-২ গেমে।

গতকালের ফাইনালটি হতে পারত পেগুলার প্রতিশোধের ম্যাচ। গত ইউএস ওপেনে তাঁকে হারিয়েই ফ্ল্যাশিং মিডোর রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সাবালেঙ্কা। প্রতিশোধের ম্যাচের স্বাগতিক সমর্থকদেরও পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু কোর্টে সাবালেঙ্কার উদ্ভাসিত পারফরম্যান্সের কাছে পরে উঠতে পারেননি পেগুলা।

মায়ামি মাস্টার্সে এটাই প্রথম শিরোপা বেলারুশ সাবালেঙ্কার। আর এ বছর ব্রিসবেন ওপেনের পর দ্বিতীয় শিরোপা তাঁর। ফাইনাল জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সাবালেঙ্কা বললেন, ‘এই ট্রফি জিততে পেরে যার পর নাই খুশি আমি। আরও খুশি এই কারণে যে ফাইনালে আমি আমার সেটা খেলাটাই খেলতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...