ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে না হারলে আরিনা সাবালেঙ্কা এতক্ষণে ঘোষণা দিতে পারতেন—আমেরিকার মাটিতে তিনি হারেন না! ওই হারের পরও অবশ্য সাবালেঙ্কা এমনটা দাবি করলে সেটা বেশি বাড়াবাড়ি হবে কি!
গত মায়ামি মাস্টার্সের ফাইনাল জিতলেন। সেটিও আমেরিকান প্রতিযোগী জেসিকা পেগুলাকে হারিয়ে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেগুলার বিপক্ষে ৭-৫, ৬-২ গেমে জয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ ২৪ ম্যাচের ২৩টিতেই জিতেছেন টেনিসের ‘নাম্বার ওয়ান’ সাবালেঙ্কা। একমাত্র হারটিই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে। সেই ম্যাচেও তিনি প্রথম সেটটি জিতেছিলেন ৬-২ গেমে।
গতকালের ফাইনালটি হতে পারত পেগুলার প্রতিশোধের ম্যাচ। গত ইউএস ওপেনে তাঁকে হারিয়েই ফ্ল্যাশিং মিডোর রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সাবালেঙ্কা। প্রতিশোধের ম্যাচের স্বাগতিক সমর্থকদেরও পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু কোর্টে সাবালেঙ্কার উদ্ভাসিত পারফরম্যান্সের কাছে পরে উঠতে পারেননি পেগুলা।
মায়ামি মাস্টার্সে এটাই প্রথম শিরোপা বেলারুশ সাবালেঙ্কার। আর এ বছর ব্রিসবেন ওপেনের পর দ্বিতীয় শিরোপা তাঁর। ফাইনাল জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সাবালেঙ্কা বললেন, ‘এই ট্রফি জিততে পেরে যার পর নাই খুশি আমি। আরও খুশি এই কারণে যে ফাইনালে আমি আমার সেটা খেলাটাই খেলতে পেরেছি।’
ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে না হারলে আরিনা সাবালেঙ্কা এতক্ষণে ঘোষণা দিতে পারতেন—আমেরিকার মাটিতে তিনি হারেন না! ওই হারের পরও অবশ্য সাবালেঙ্কা এমনটা দাবি করলে সেটা বেশি বাড়াবাড়ি হবে কি!
গত মায়ামি মাস্টার্সের ফাইনাল জিতলেন। সেটিও আমেরিকান প্রতিযোগী জেসিকা পেগুলাকে হারিয়ে। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেগুলার বিপক্ষে ৭-৫, ৬-২ গেমে জয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ ২৪ ম্যাচের ২৩টিতেই জিতেছেন টেনিসের ‘নাম্বার ওয়ান’ সাবালেঙ্কা। একমাত্র হারটিই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মিরা আন্দ্রিভার কাছে। সেই ম্যাচেও তিনি প্রথম সেটটি জিতেছিলেন ৬-২ গেমে।
গতকালের ফাইনালটি হতে পারত পেগুলার প্রতিশোধের ম্যাচ। গত ইউএস ওপেনে তাঁকে হারিয়েই ফ্ল্যাশিং মিডোর রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সাবালেঙ্কা। প্রতিশোধের ম্যাচের স্বাগতিক সমর্থকদেরও পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু কোর্টে সাবালেঙ্কার উদ্ভাসিত পারফরম্যান্সের কাছে পরে উঠতে পারেননি পেগুলা।
মায়ামি মাস্টার্সে এটাই প্রথম শিরোপা বেলারুশ সাবালেঙ্কার। আর এ বছর ব্রিসবেন ওপেনের পর দ্বিতীয় শিরোপা তাঁর। ফাইনাল জয়ের পর দারুণ উচ্ছ্বসিত সাবালেঙ্কা বললেন, ‘এই ট্রফি জিততে পেরে যার পর নাই খুশি আমি। আরও খুশি এই কারণে যে ফাইনালে আমি আমার সেটা খেলাটাই খেলতে পেরেছি।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে