ছেলেদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো নোভাক জোকোভিচ করে ফেলেছেন অনেক আগেই। জোকোর কাছে গত রাতের ইউএস ওপেনের ফাইনাল ছিল রেকর্ডটা সমৃদ্ধ করার। আরও একটু স্পষ্ট করে বললে, ছেলে-মেয়ে সব মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। জোকোভিচ তাতে সফলও হয়েছেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন দানিলো মেদভেদেভ। সরাসরি সেটে হেসেখেলে জিতেছেন জোকো ঠিকই। এই ম্যাচে লড়েছিলেন মেদভেদেভও। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে সেই সেট মেদভেদেভ জিতলে লড়াইটা আরও জমত। শেষ পর্যন্ত ৬-৩,৭-৬, ৬-৩ গেমে জিতেছেন জোকো।
২০২৩ ইউএস ওপেন জিতে এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোর মতো মেয়েদের এককেও মার্গারেট কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম। অন্যদিকে জোকোর বয়স হয়ে গেছে ৩৬ বছর। ইউএস ওপেন সহ এই বছরে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘গ্র্যান্ড স্লাম কতটি জিততে চাই, সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেরা অবস্থায় থেকে যে খেলছি, তা আমি এখনো জানি। সেরা টুর্নামেন্টগুলো জিতেছি। এমনকি সেরা ফর্মে থাকলেও খেলা ছাড়তে চাই না।’
শিষ্য জোকোর জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ গোরান ইভানিসেভিচ। ইভানিসেভিচ বলেন, ‘খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা অর্জন এটি। আমরা শুধু টেনিস নিয়েই কথা বলছি না। খেলাধুলা নিয়েই কথা বলছি। যদি সে ২৫টা জিততে পারে, তাহলে ২৬টা কেন নয়? সে সবসময়ই আরও পেতে চায়।’
উইম্বলডন জিতলে গতকালই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারতেন জোকো। তবে এ বছরের জুলাইয়ে জোকোকে হারিয়ে উইম্বলডন জিতে চমক দেখান কার্লোস আলকারাস। জোকোর পর ছেলেদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। আর ২০টি গ্র্যান্ড স্লাম জিতে গত বছর অবসরে গেছেন রজার ফেদেরার। ছেলেদের এককে সর্বোচ্চ ৩৬ বার ফাইনাল খেলার রেকর্ডও জোকোভিচের।
ছেলেদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো নোভাক জোকোভিচ করে ফেলেছেন অনেক আগেই। জোকোর কাছে গত রাতের ইউএস ওপেনের ফাইনাল ছিল রেকর্ডটা সমৃদ্ধ করার। আরও একটু স্পষ্ট করে বললে, ছেলে-মেয়ে সব মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। জোকোভিচ তাতে সফলও হয়েছেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন দানিলো মেদভেদেভ। সরাসরি সেটে হেসেখেলে জিতেছেন জোকো ঠিকই। এই ম্যাচে লড়েছিলেন মেদভেদেভও। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে সেই সেট মেদভেদেভ জিতলে লড়াইটা আরও জমত। শেষ পর্যন্ত ৬-৩,৭-৬, ৬-৩ গেমে জিতেছেন জোকো।
২০২৩ ইউএস ওপেন জিতে এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোর মতো মেয়েদের এককেও মার্গারেট কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম। অন্যদিকে জোকোর বয়স হয়ে গেছে ৩৬ বছর। ইউএস ওপেন সহ এই বছরে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘গ্র্যান্ড স্লাম কতটি জিততে চাই, সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেরা অবস্থায় থেকে যে খেলছি, তা আমি এখনো জানি। সেরা টুর্নামেন্টগুলো জিতেছি। এমনকি সেরা ফর্মে থাকলেও খেলা ছাড়তে চাই না।’
শিষ্য জোকোর জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ গোরান ইভানিসেভিচ। ইভানিসেভিচ বলেন, ‘খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা অর্জন এটি। আমরা শুধু টেনিস নিয়েই কথা বলছি না। খেলাধুলা নিয়েই কথা বলছি। যদি সে ২৫টা জিততে পারে, তাহলে ২৬টা কেন নয়? সে সবসময়ই আরও পেতে চায়।’
উইম্বলডন জিতলে গতকালই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারতেন জোকো। তবে এ বছরের জুলাইয়ে জোকোকে হারিয়ে উইম্বলডন জিতে চমক দেখান কার্লোস আলকারাস। জোকোর পর ছেলেদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। আর ২০টি গ্র্যান্ড স্লাম জিতে গত বছর অবসরে গেছেন রজার ফেদেরার। ছেলেদের এককে সর্বোচ্চ ৩৬ বার ফাইনাল খেলার রেকর্ডও জোকোভিচের।
ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন মারুফা আকতার। দুর্দান্ত বোলিংয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ক্রিকেট বিশেষজ্ঞরাও প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের এই তারকা নারী পেসারকে। এবার মারুফাকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ মিনিট আগেআম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ঘটনা তো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে মাঠেই মেজাজ হারান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগেবার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মায়ামিতে আয়োজন করার ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। ম্যাচটি নিয়ে অনেকের নানা আপত্তি ছিল। অবশেষে খুশির খবর পাচ্ছে বার্সা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্সাকে দিতে যাচ্ছে মায়ামিতে খেলার অনুমতি।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে ওয়েলিংটনে বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফের দেখা হচ্ছে তাদের। দুটি দলই জয় দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করেছে।
৩ ঘণ্টা আগে