এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।
এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে