ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে