ক্রীড়া ডেস্ক
টেনিসের ‘ব্যাডবয়’ খ্যাত অস্ট্রেলিয়ার নিক কিরিওস মাঝে মধ্যেই এমনটা করতেন। কালে ভদ্রে বুলগেরিয়ার গিগর দিমিতভ থেকে শুরু করে সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচেরও কোর্টে র্যাকেট ভাঙার নজির আছে। অস্ট্রেলিয়ান ওপেনে এবার র্যাকেট ভাঙলেন দানিল মেদভেদেভ। শুধু র্যাকেটই নয়, র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন নেটের ক্যামেরাও।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আজ ঘটেছে এই ঘটনা। তখন অবাছাই কাসিদিত সামরেজের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে ছিলেন রুশ টেনিস তারকা পঞ্চম বাছাই মেদভেদেভ। প্রথম সেট জিতলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে যান তিনি। আর ঘটনাটি তৃতীয় সেটের সময়। ৪০-১৫ পয়েন্টে পিছিয়ে থাকার সময় সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টে ফেললে মেজাজ হারিয়ে ফেলেন মেদভেদেভ। সেই শটটি ফেরাতে পারলেও সেই সেটে জিতে যান থাই প্রতিযোগী সামরেজ।
এরপরই নেটের কাছে গিয়ে জোরে জোরে পাঁচবার নেটে আঘাত করেন মেদভেদেভ। তাতে তাঁর হাতের র্যাকেট তো ভাঙেই, ভেঙ্গে যাই নেটে বসানো ক্যামেরাও। এই ঘটনার পর ক্যামেরা মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ থাকে খেলা। এ সময়ে বল কুড়ানিদের ভাঙা টুকরোগুলো সরিয়ে ফেলতে দেখা যায়। যদিও পরের দুটি সেট জিতে ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জয়লাভ করেন মেলবোর্ন পার্কে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে ফাইনাল খেলা মেদভেদেভ।
তবে এই ঘটনায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছেন মেদভেদেভ। তবে রুশ তারকার আশা, ‘আশা করি খুব বেশি বড় জরিমানা হবে না। সাধারণত র্যাকেট ভাঙার জন্য জরিমানা হয়। আর ক্যামেরা ঠিক করতে কিছু খরচ হবে। তবে আমার মনে হয় না, ক্যামেরাটি খুব বেশি দামের।’
তো কি কারণে মেজাজ হারিয়েছিলেন তখন? এই প্রশ্নে মেদভেদেভের উত্তর, ‘দ্বিতীয় ও তৃতীয় সেটে আমি বল ছুঁতেই পারছিলাম না। কী করব—বুঝতে পারছিলাম না। তবে যখন এটি করছিলাম, র্যাকেট ভেঙে ফেলার লক্ষ্য ছিল না আমার। তবে ভাঙা র্যাকেট দেখে মনে হয়েছিল, আরেকটি র্যাকেট নেওয়ার সময় হয়ে গেছে।’
টেনিসের ‘ব্যাডবয়’ খ্যাত অস্ট্রেলিয়ার নিক কিরিওস মাঝে মধ্যেই এমনটা করতেন। কালে ভদ্রে বুলগেরিয়ার গিগর দিমিতভ থেকে শুরু করে সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচেরও কোর্টে র্যাকেট ভাঙার নজির আছে। অস্ট্রেলিয়ান ওপেনে এবার র্যাকেট ভাঙলেন দানিল মেদভেদেভ। শুধু র্যাকেটই নয়, র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন নেটের ক্যামেরাও।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আজ ঘটেছে এই ঘটনা। তখন অবাছাই কাসিদিত সামরেজের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে ছিলেন রুশ টেনিস তারকা পঞ্চম বাছাই মেদভেদেভ। প্রথম সেট জিতলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে যান তিনি। আর ঘটনাটি তৃতীয় সেটের সময়। ৪০-১৫ পয়েন্টে পিছিয়ে থাকার সময় সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ পাল্টে ফেললে মেজাজ হারিয়ে ফেলেন মেদভেদেভ। সেই শটটি ফেরাতে পারলেও সেই সেটে জিতে যান থাই প্রতিযোগী সামরেজ।
এরপরই নেটের কাছে গিয়ে জোরে জোরে পাঁচবার নেটে আঘাত করেন মেদভেদেভ। তাতে তাঁর হাতের র্যাকেট তো ভাঙেই, ভেঙ্গে যাই নেটে বসানো ক্যামেরাও। এই ঘটনার পর ক্যামেরা মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ থাকে খেলা। এ সময়ে বল কুড়ানিদের ভাঙা টুকরোগুলো সরিয়ে ফেলতে দেখা যায়। যদিও পরের দুটি সেট জিতে ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জয়লাভ করেন মেলবোর্ন পার্কে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে ফাইনাল খেলা মেদভেদেভ।
তবে এই ঘটনায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছেন মেদভেদেভ। তবে রুশ তারকার আশা, ‘আশা করি খুব বেশি বড় জরিমানা হবে না। সাধারণত র্যাকেট ভাঙার জন্য জরিমানা হয়। আর ক্যামেরা ঠিক করতে কিছু খরচ হবে। তবে আমার মনে হয় না, ক্যামেরাটি খুব বেশি দামের।’
তো কি কারণে মেজাজ হারিয়েছিলেন তখন? এই প্রশ্নে মেদভেদেভের উত্তর, ‘দ্বিতীয় ও তৃতীয় সেটে আমি বল ছুঁতেই পারছিলাম না। কী করব—বুঝতে পারছিলাম না। তবে যখন এটি করছিলাম, র্যাকেট ভেঙে ফেলার লক্ষ্য ছিল না আমার। তবে ভাঙা র্যাকেট দেখে মনে হয়েছিল, আরেকটি র্যাকেট নেওয়ার সময় হয়ে গেছে।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
২২ মিনিট আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৩ ঘণ্টা আগে