টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।
আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।
অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।
আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।
অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে