ক্রীড়া ডেস্ক
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।
৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।
৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।
৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।
৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে