কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।
সতীন্দর জানিয়েছেন তার, এই শাস্তি ওঠানো না হলে কুস্তি ছেড়ে দিয়ে নিজের বিমানবাহিনীর চাকরিতেই মনোযোগ দেবেন। গত বুধবার রেফারি জগবীর সিংহকে ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর গতকাল মুখ খুলেছেন হরিয়ানার ছেলে সতীন্দর। কেন তিনি রেফারিকে আঘাত করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন। পাশাপাশি আরেক রেফারি সত্যদেব মালিকের উদ্দেশেও অভিযোগ ছুড়েছেন সতীন্দর।
এক সাক্ষাৎকারে সতীন্দর জানিয়েছেন, এই রেফারি এবং বিচারকেরা তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, ‘কুস্তিগির হিসেবে আমার খেলোয়াড়ি জীবনকেই তারা শেষ করে দিল। কোনো দিনও তাদের কাছে ক্ষমা চাইব না। বীরেন্দ্র মালিক (ফাইনাল ম্যাচের পরিচালক), সত্যদেব এবং জগবীর চক্রান্ত করে আমাকে কমনওয়েলথ গেমসে যেতে দিল না। ঘড়িতে ১৮ সেকেন্ড বাকি থাকার সময় আমি ৪-১ এগিয়ে ছিলাম। মোহিতের (সতীন্দরের প্রতিপক্ষ) কোচ রিভিউ চেয়েছিল, যা শুরুতে আমলে নেওয়া হয়নি। এরপর হঠাৎই প্রেক্ষাপট বদলে যায়। রেফারি মোহিতকে দু’পয়েন্ট দেন। আমাকে হারিয়ে দেওয়া হয়।’
কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।
সতীন্দর জানিয়েছেন তার, এই শাস্তি ওঠানো না হলে কুস্তি ছেড়ে দিয়ে নিজের বিমানবাহিনীর চাকরিতেই মনোযোগ দেবেন। গত বুধবার রেফারি জগবীর সিংহকে ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর গতকাল মুখ খুলেছেন হরিয়ানার ছেলে সতীন্দর। কেন তিনি রেফারিকে আঘাত করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন। পাশাপাশি আরেক রেফারি সত্যদেব মালিকের উদ্দেশেও অভিযোগ ছুড়েছেন সতীন্দর।
এক সাক্ষাৎকারে সতীন্দর জানিয়েছেন, এই রেফারি এবং বিচারকেরা তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, ‘কুস্তিগির হিসেবে আমার খেলোয়াড়ি জীবনকেই তারা শেষ করে দিল। কোনো দিনও তাদের কাছে ক্ষমা চাইব না। বীরেন্দ্র মালিক (ফাইনাল ম্যাচের পরিচালক), সত্যদেব এবং জগবীর চক্রান্ত করে আমাকে কমনওয়েলথ গেমসে যেতে দিল না। ঘড়িতে ১৮ সেকেন্ড বাকি থাকার সময় আমি ৪-১ এগিয়ে ছিলাম। মোহিতের (সতীন্দরের প্রতিপক্ষ) কোচ রিভিউ চেয়েছিল, যা শুরুতে আমলে নেওয়া হয়নি। এরপর হঠাৎই প্রেক্ষাপট বদলে যায়। রেফারি মোহিতকে দু’পয়েন্ট দেন। আমাকে হারিয়ে দেওয়া হয়।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে