বয়স যে শুধুই একটি সংখ্যা, তা বহুবার বহু মানুষ প্রমাণ করেছেন। তাই বলে ৮০ বছরের কেউ বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সোনা জিতে নেবেন, তা বোধ হয় ঘুণাক্ষরেও কেউ ভাবেননি।
তবে বৃদ্ধা অনিমা তালুকদার ইচ্ছেশক্তি দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছেন। সিঙ্গাপুরে আজ আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে হেঁটে সোনা জিতেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি নারী। পেছনে ফেলেছেন সাত দেশের প্রতিযোগীকে।
অনিমার বয়স ৮০ ছুঁই ছুঁই। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। গ্রামে খুব কষ্টে জীবন কেটেছে তাঁর। সর্বশেষ বর্ধমানের কালনার বাদাগাছি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনিমা। সে সময় তাঁর বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল অনেক। যাতায়াতের জন্য সরাসরি মোটরযানও ছিল না। তাই হেঁটেই প্রতিদিন যাতায়াত করতেন।
ছোট থেকেই খেলার প্রতি অনিমার আলাদা টান ছিল। অভাবের কারণে শখ পূরণ হয়নি কখনোই। অবশেষে কর্মজীবন থেকে বিদায় নেওয়ার পর নিজের হাঁটার ক্ষমতাকেই ইচ্ছেপূরণের লক্ষ্য হিসেবে স্থির করেন তিনি।
ভারতে আয়োজিত বিভিন্ন হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন অনিমা। ধীরে ধীরে সাফল্যও ধরা দিতে থাকে।
অবশেষে সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাঙালিদের গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন অনিমা।
বৃদ্ধ বয়সে পাওয়া সবচেয়ে বড় সাফল্যের পর ভারতীয় সংবাদমাধ্যমকে অনিমা বলেছেন, ‘কখনোই ভাবতে পারিনি এত বড় মাপের প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতব। ছোট থেকেই আমার অনেক স্বপ্ন ছিল। অভাবের তাড়নায় সেগুলো তখন পূরণ না হলেও এখন হচ্ছে। আমি সবাইকে একটি বার্তা দিতে চাই। সুস্থ থাকতে হলে হাঁটার বিকল্প নেই। প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটুন।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
বয়স যে শুধুই একটি সংখ্যা, তা বহুবার বহু মানুষ প্রমাণ করেছেন। তাই বলে ৮০ বছরের কেউ বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সোনা জিতে নেবেন, তা বোধ হয় ঘুণাক্ষরেও কেউ ভাবেননি।
তবে বৃদ্ধা অনিমা তালুকদার ইচ্ছেশক্তি দিয়েই নিজের স্বপ্ন পূরণ করেছেন। সিঙ্গাপুরে আজ আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে হেঁটে সোনা জিতেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি নারী। পেছনে ফেলেছেন সাত দেশের প্রতিযোগীকে।
অনিমার বয়স ৮০ ছুঁই ছুঁই। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। গ্রামে খুব কষ্টে জীবন কেটেছে তাঁর। সর্বশেষ বর্ধমানের কালনার বাদাগাছি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনিমা। সে সময় তাঁর বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল অনেক। যাতায়াতের জন্য সরাসরি মোটরযানও ছিল না। তাই হেঁটেই প্রতিদিন যাতায়াত করতেন।
ছোট থেকেই খেলার প্রতি অনিমার আলাদা টান ছিল। অভাবের কারণে শখ পূরণ হয়নি কখনোই। অবশেষে কর্মজীবন থেকে বিদায় নেওয়ার পর নিজের হাঁটার ক্ষমতাকেই ইচ্ছেপূরণের লক্ষ্য হিসেবে স্থির করেন তিনি।
ভারতে আয়োজিত বিভিন্ন হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকেন অনিমা। ধীরে ধীরে সাফল্যও ধরা দিতে থাকে।
অবশেষে সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাস্টার্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে বাঙালিদের গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন অনিমা।
বৃদ্ধ বয়সে পাওয়া সবচেয়ে বড় সাফল্যের পর ভারতীয় সংবাদমাধ্যমকে অনিমা বলেছেন, ‘কখনোই ভাবতে পারিনি এত বড় মাপের প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতব। ছোট থেকেই আমার অনেক স্বপ্ন ছিল। অভাবের তাড়নায় সেগুলো তখন পূরণ না হলেও এখন হচ্ছে। আমি সবাইকে একটি বার্তা দিতে চাই। সুস্থ থাকতে হলে হাঁটার বিকল্প নেই। প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটুন।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে