নিজস্ব প্রতিবেদক
অলিম্পিক গেমস শুরু হতে তিন মাস বাকি। বিশ্বমঞ্চে ওঠার আগে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসটা আর্চার রোমান সানার কাছে ছিল এক প্রকার ‘লিটমাস টেস্ট’। অথচ সেই পরীক্ষাতে কেমন খেই হারিয়ে ফেলেছেন অলিম্পিকে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। সোনা জয় দূরের কথা, একক-দলীয় কোনো ইভেন্টেই পদক জিততে পারেননি এসএ গেমসের তিন সোনাজয়ী এই আর্চার।
৩ এপ্রিল রিকার্ভ বো ইভেন্টের এককে সেমিফাইনালেই ওঠা হয়নি রোমান সানার। অথচ এলিমিনেশনে গড়েছিলেন জাতীয় রেকর্ড। নকআউটে এসেই তালগোল পাকিয়ে গেলো। এককে ব্যর্থতার পর শেষ ভরসা ছিল দলীয় ও মিশ্র ইভেন্ট। এ দুই ইভেন্টেও হয়েছে ভরাডুবি। ব্রোঞ্জের লড়াইতেও হেরে বসে সানার দল আনসার। সবমিলিয়ে তিন পদকছাড়া বাংলাদেশ গেমস শেষ করার হতাশা পেয়ে বসেছে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া সানাকে।
শুধু বাংলাদেশ গেমসই নন, রোমান সানা নিজের সঙ্গে লড়ছেন গত বছর থেকেই। গেমসে নামার আগে গত মাসে কক্সবাজারের জাতীয় চ্যাম্পিয়নশিপও খালি হাতে ফিরিয়েছে তাঁকে। টানা দুই টুর্নামেন্ট পদকহীনভাবে শেষ করেছেন, ক্যারিয়ারে এমন দুঃসময় খুব কমই এসেছে তাঁর জীবনে!
কিন্তু কেন হঠাৎ রোমানের এই অধপতন? বিশেষ করে অলিম্পিকের মাত্র তিন মাস আগেঅ পর্যাপ্ত অনুশীলন সুযোগ-সুবিধার অভাব না কি চেপে বসেছে প্রত্যাশার চাপ?
চাপ যে আছে সেটা স্বীকার করেননি রোমান সানা। অষ্টম বাংলাদেশ গেমসে আর্চারিতে সোনাজয়ীর দাবি, খারাপ সময়ের বৃত্তে পড়ে গেছেন। তাতে কমেছে আত্মবিশ্বাস। নকআউটে গেলেই কেমন যেন নড়বড়ে হয়ে যাচ্ছে পারফরম্যান্স। সঙ্গে যোগ হয়েছে চোট। ব্যর্থতার ব্যাখ্যায় রোমান সানা বলেছেন, ‘হয়তো ভাগ্য আমার পাশে ছিল না। নকআউটেও আত্মবিশ্বাসের অভাব আছে। একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস ওঠা-নামা করবেই। নিজের কাছেই খারাপ লাগছে যে একবারেই পদক শূন্যভাবে আসর শেষ করেছি। ’
ছাত্রের মলিন পারফরম্যান্সে ভাবনায় পড়ে গেছেন আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ। গেমসে রোমানের পারফরম্যান্স নিয়ে আছে তাঁর মিশ্র অনুভূতি। করোনা মহামারিতে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়াটাও রোমানের পারফরম্যান্সে অধপতনের বড় একটা কারণ বলে মনে করেন অভিজ্ঞ জার্মান কোচ।
রোমান সানার যত ব্যর্থতা
অলিম্পিক গেমস শুরু হতে তিন মাস বাকি। বিশ্বমঞ্চে ওঠার আগে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসটা আর্চার রোমান সানার কাছে ছিল এক প্রকার ‘লিটমাস টেস্ট’। অথচ সেই পরীক্ষাতে কেমন খেই হারিয়ে ফেলেছেন অলিম্পিকে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। সোনা জয় দূরের কথা, একক-দলীয় কোনো ইভেন্টেই পদক জিততে পারেননি এসএ গেমসের তিন সোনাজয়ী এই আর্চার।
৩ এপ্রিল রিকার্ভ বো ইভেন্টের এককে সেমিফাইনালেই ওঠা হয়নি রোমান সানার। অথচ এলিমিনেশনে গড়েছিলেন জাতীয় রেকর্ড। নকআউটে এসেই তালগোল পাকিয়ে গেলো। এককে ব্যর্থতার পর শেষ ভরসা ছিল দলীয় ও মিশ্র ইভেন্ট। এ দুই ইভেন্টেও হয়েছে ভরাডুবি। ব্রোঞ্জের লড়াইতেও হেরে বসে সানার দল আনসার। সবমিলিয়ে তিন পদকছাড়া বাংলাদেশ গেমস শেষ করার হতাশা পেয়ে বসেছে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া সানাকে।
শুধু বাংলাদেশ গেমসই নন, রোমান সানা নিজের সঙ্গে লড়ছেন গত বছর থেকেই। গেমসে নামার আগে গত মাসে কক্সবাজারের জাতীয় চ্যাম্পিয়নশিপও খালি হাতে ফিরিয়েছে তাঁকে। টানা দুই টুর্নামেন্ট পদকহীনভাবে শেষ করেছেন, ক্যারিয়ারে এমন দুঃসময় খুব কমই এসেছে তাঁর জীবনে!
কিন্তু কেন হঠাৎ রোমানের এই অধপতন? বিশেষ করে অলিম্পিকের মাত্র তিন মাস আগেঅ পর্যাপ্ত অনুশীলন সুযোগ-সুবিধার অভাব না কি চেপে বসেছে প্রত্যাশার চাপ?
চাপ যে আছে সেটা স্বীকার করেননি রোমান সানা। অষ্টম বাংলাদেশ গেমসে আর্চারিতে সোনাজয়ীর দাবি, খারাপ সময়ের বৃত্তে পড়ে গেছেন। তাতে কমেছে আত্মবিশ্বাস। নকআউটে গেলেই কেমন যেন নড়বড়ে হয়ে যাচ্ছে পারফরম্যান্স। সঙ্গে যোগ হয়েছে চোট। ব্যর্থতার ব্যাখ্যায় রোমান সানা বলেছেন, ‘হয়তো ভাগ্য আমার পাশে ছিল না। নকআউটেও আত্মবিশ্বাসের অভাব আছে। একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস ওঠা-নামা করবেই। নিজের কাছেই খারাপ লাগছে যে একবারেই পদক শূন্যভাবে আসর শেষ করেছি। ’
ছাত্রের মলিন পারফরম্যান্সে ভাবনায় পড়ে গেছেন আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ। গেমসে রোমানের পারফরম্যান্স নিয়ে আছে তাঁর মিশ্র অনুভূতি। করোনা মহামারিতে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়াটাও রোমানের পারফরম্যান্সে অধপতনের বড় একটা কারণ বলে মনে করেন অভিজ্ঞ জার্মান কোচ।
রোমান সানার যত ব্যর্থতা
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
২১ মিনিট আগেটানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
১ ঘণ্টা আগেপিএসএল ক্যারিয়ারে প্রথম মৌসুমে চার ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তবে লাহোর কালান্দার্সের একাদশে সবশেষ তিন ম্যাচে তাঁর সুযোগ হয়নি। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ। এই ম্যাচে একাদশে সুযোগ হয় কি না রিশাদের, সেটা সময়ই বলে দেবে...
২ ঘণ্টা আগেধর তক্তা মার পেরেক—বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে রোমারিও শেফার্ডের খেলার ধরন ছিল এমনই। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বোলাররা পুরো এলোমেলো হয়ে যান। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে আইপিএলে গড়লেন রেকর্ড ফিফটি।
২ ঘণ্টা আগে