Ajker Patrika

রোমানের বিদায়ে শেষ বাংলাদেশের পদক-স্বপ্ন

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১২: ২৭
রোমানের বিদায়ে শেষ বাংলাদেশের পদক-স্বপ্ন

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।

বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।

পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।

একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত