Ajker Patrika

আফগান অ্যাথলেটদের উদ্ধার করল অস্ট্রেলিয়া

আফগান অ্যাথলেটদের উদ্ধার করল অস্ট্রেলিয়া

তালেবানরা ক্ষমতা দখলের পর সংকটাপন্ন সময় পার করছে আফগানিস্তান। লোকজন হুমড়ি খেয়ে কাবুল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘এবিসি’ জানিয়েছে, ৫০ জনের বেশি আফগান নারী অ্যাথলেট ও তাঁদের ওপর নির্ভরশীলদের নিরাপদ জায়গায় স্থানান্তর করেছে অস্ট্রেলিয়া।

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখলে নেয় তালেবানরা। গত এক সপ্তাহ দেশটি থেকে অস্ট্রেলিয়ান নাগরিক ও দূতাবাসের কিছু জনবল নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছে অস্ট্রেলিয়ান দূতাবাস। প্রায় হাজারখানেক লোক এরই মধ্যে অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছেন। এদের মধ্যে ৫০ জন নারী অ্যাথলেট ও তাঁদের ওপর নির্ভরশীলরা রয়েছেন বলে জানিয়েছে এবিসি।

আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালেদা পোপাল এখন আছেন ডেনমার্কে। অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার ঘটনা জানার পর উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘এই সংকটের সময় নারী ফুটবলাররা সাহস দেখিয়েছে। আশা করি, আফগানিস্তানের বাইরে তারা উন্নত জীবন গড়তে পারবে।’

কানাডার হয়ে দুটি অলিম্পিক সাঁতারে অংশ নিয়েছেন নিকি ড্রাইডেন। আফগান নারী অ্যাথলেটদের সরিয়ে নিতে এগিয়ে এসেছেন ড্রাইডেনও। দুজন আফগান প্যারালিম্পিক অ্যাথলেটও আছেন এ তালিকায়। এই তালিকায় আছেন অস্ট্রেলিয়া ছেলেদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রেগ ফস্টারও।

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’ আফগানিস্তান থেকে অ্যাথলেটদের সরিয়ে নেওয়ায় এগিয়ে এসেছে। কারও নাম কিংবা সংখ্যা না জানালেও এক বিবৃতিতে অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফপ্রো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত