ক্রীড়া ডেস্ক
ইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের একক ইভেন্টে পদকজয়ী সবচেয়ে সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান।
৮৯ বছর আগের ইনগে সরেনসেনের স্মৃতি ফিরিয়ে এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন চীনের ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ইউ জিদিই এখন পদকজয়ী সর্বকনিষ্ঠ সাঁতারু। ইনগের পরই বৈশ্বিক বড় কোনো প্রতিযোগিতায় পদকজয়ী সর্বকনিষ্ঠ প্রতিযোগী ধরা হচ্ছে ইউ জিদিকেই।
তবে একক কোনো ইভেন্টে নয়, সাঁতারে চীনের বিস্ময় বালিকা পদক জিতেছেন ৪ গুণন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এই ইভেন্টের হিটে সাঁতরে দলকে মেডেল রাউন্ডে তুলেছিলেন। যে কারণেই পরশু ফাইনালে জিদি না সাঁতরালেও চীন তৃতীয় হওয়ায় পেয়ে যাচ্ছেন ব্রোঞ্জ। এই বয়সেই বিশ্ব সাঁতারের ব্রোঞ্জ! ইউ জিদি বিস্মিতই বৈকি, আবেগাপ্লুতও। বললেন, ‘আমি বেশ আবেগাপ্লুত, দারুণ একটা অনুভূতিও হচ্ছে।’
১২ বছর বয়সেই পদক জিতে ইতিহাস গড়া ইউ জিদির সাঁতারে আসার পেছনে কিন্তু একটা গল্প আছে। ছোটবেলা থেকেই তিনি গরম সহ্য করতে পারতেন না। উপায় হিসেবে ছয় বছর বয়স থেকেই পানিতে নেমে সাঁতার কাটা। তখন কে জানত, এই সাঁতারই একদিন তাঁকে ইতিহাসে তুলে আনবে!
ইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের একক ইভেন্টে পদকজয়ী সবচেয়ে সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান।
৮৯ বছর আগের ইনগে সরেনসেনের স্মৃতি ফিরিয়ে এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন চীনের ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ইউ জিদিই এখন পদকজয়ী সর্বকনিষ্ঠ সাঁতারু। ইনগের পরই বৈশ্বিক বড় কোনো প্রতিযোগিতায় পদকজয়ী সর্বকনিষ্ঠ প্রতিযোগী ধরা হচ্ছে ইউ জিদিকেই।
তবে একক কোনো ইভেন্টে নয়, সাঁতারে চীনের বিস্ময় বালিকা পদক জিতেছেন ৪ গুণন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এই ইভেন্টের হিটে সাঁতরে দলকে মেডেল রাউন্ডে তুলেছিলেন। যে কারণেই পরশু ফাইনালে জিদি না সাঁতরালেও চীন তৃতীয় হওয়ায় পেয়ে যাচ্ছেন ব্রোঞ্জ। এই বয়সেই বিশ্ব সাঁতারের ব্রোঞ্জ! ইউ জিদি বিস্মিতই বৈকি, আবেগাপ্লুতও। বললেন, ‘আমি বেশ আবেগাপ্লুত, দারুণ একটা অনুভূতিও হচ্ছে।’
১২ বছর বয়সেই পদক জিতে ইতিহাস গড়া ইউ জিদির সাঁতারে আসার পেছনে কিন্তু একটা গল্প আছে। ছোটবেলা থেকেই তিনি গরম সহ্য করতে পারতেন না। উপায় হিসেবে ছয় বছর বয়স থেকেই পানিতে নেমে সাঁতার কাটা। তখন কে জানত, এই সাঁতারই একদিন তাঁকে ইতিহাসে তুলে আনবে!
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ পেয়ে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েও বড় ইনিংস খেলা হয়নি সাইফ হাসানের। তবে তানজিদ হাসান তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে সে ম্যাচে দারুণ শুরু এনে দেন, যেটা পরে ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
১ ঘণ্টা আগেফিল্ডিংয়ে দুটি ক্যাচ ছাড়লেন। এর মধ্যে অবশ্য একটিকে ‘অপরাধ’ হিসেবে ধরা যাবে না। কারণ ক্যাচ ছাড়ার পরপরই তাঁর দারুণ এক থ্রোয়ে চারিত আসালাঙ্কাকে রানআউট করেন লিটন দাস। ফিল্ডিংয়ের হতাশা হৃদয় পরে ভুলিয়ে দিলেন ব্যাটিং দিয়ে। তাঁর প্রশংসায় তাই পঞ্চমুখ ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
২ ঘণ্টা আগেগ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতলেও ব্যাট বলে নিজেদের সেরাটা দেখাতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে এসে কিছুটা হলেও মেলে ধরতে পেরেছে বাংলাদেশ। গতকাল দুবাইয়ে এই রাউন্ডের প্রথম ম্যাচেই ব্যাটে বলে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে; ৪ রানে হারিয়েছে বাংলাদেশকে। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে হেরেছিল বাং
২ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে যেন হাতে মাখন লাগিয়ে ফিল্ডিং করতে নেমেছিল বাংলাদেশ। একের পর এক ক্যাচ ফসকে যাওয়া সেটাই বলে। ফিল্ডারদের এমন বাজে অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছেন জাতীয় দলে একসময় নিয়মিত খেলা অলরাউন্ডার নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে