ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে