ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!
বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মায়ামিতে আয়োজন করার ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। ম্যাচটি নিয়ে অনেকের নানা আপত্তি ছিল। অবশেষে খুশির খবর পাচ্ছে বার্সা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্সাকে দিতে যাচ্ছে মায়ামিতে খেলার অনুমতি।
২৮ মিনিট আগেনারী ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে ওয়েলিংটনে বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফের দেখা হচ্ছে তাদের। দুটি দলই জয় দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করেছে।
১ ঘণ্টা আগে২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু ১৪ টেস্ট খেলেছেন ম্যাট রেনশ। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে এমন অভিজ্ঞতা আগে কখনোই তাঁর হয়নি। ভারতের বিপক্ষে এবার অজি এই বাঁহাতি ব্যাটারের ফুরোচ্ছে অপেক্ষা।
১ ঘণ্টা আগেসেঞ্চুরি ছাড়া যেন কিছুই বোঝেন না তাজমান ব্রিটস। নিজের সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ভেঙে দিয়েছেন স্মৃতি মান্ধানার রেকর্ড, যেখানে মান্ধানা সেঞ্চুরির রেকর্ডটি একবার নয়, করেছিলেন দুবার।
২ ঘণ্টা আগে