Ajker Patrika

৬৩ হাজার মানুষের দেশে এল প্রথম অলিম্পিক সোনা

৬৩ হাজার মানুষের দেশে এল প্রথম অলিম্পিক সোনা

৬৩ হাজার মানুষের দেশ ‘বারমুডা’র নামটি শুনলেই সবার আগে চলে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির বিশেষ যে অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোঁজ পাওয়া যায়নি বহু বিমান ও জাহাজের। সেই দেশেরই এক অ্যাথলেট টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন বিভাগে সোনা জিতে গড়লেন ইতিহাস।

৩৩ বছর বয়সী নারী অ্যাথলেট ফ্লোরা ডাফির তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতেছে বারমুডা। ১৯৭৬ অস্ট্রিয়া অলিম্পিকে বারমুডা প্রথম ব্রোঞ্জ জেতার পর গত ৪৫ বছরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো ডাফি সোনা জয়ের পর বলেছেন, ‘এটা সত্যিই অনেক আবেগের ছিল। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। সব সময় অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে চাইতাম।’

এই পথ পারি দিতে অবশ্য কম বাধা পেরোতে হয়নি ডাফিকে। তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য এই নারী অ্যাথলেটকে। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ডাফি বলেছেন, ‘অনেক চোখের জল আর হৃদয়ভাঙ্গার ফল এই পদক। বারবার চোটে পড়ার পর মনে হতো আমি কি আবারও ফিট হয়ে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফিরতে পারব কি না।’ ডাফি ঠিকই ফিরেছেন, সঙ্গে ইতিহাস গড়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন।

১৫০০ মিটার সাঁতার, ৪০ কি. মি. সাইক্লিং ও ১০ কি. মি. দৌড়-এ তিন ধাপ পেরিয়ে সোনা জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।

১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে এই বিভাগে রূপা জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন। আর ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত