নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাইব্রেক যেন হয়ে উঠেছে দিয়া সিদ্দিকীর গলার কাঁটা! প্যারিসে অলিম্পিকের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন শুটঅফ পর্যন্ত এসে। অলিম্পিকে এসেও একই দুর্ভাগ্য পিছু ছাড়ল না বাংলাদেশি তিরন্দাজের। প্রথম সেট জিতেও বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে টাইব্রেকে হেরে দিয়া বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।
আজ টোকিওর ইয়েমোনেসো হিমাপার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নারী এককের এলিমিনেশনের প্রথম রাউন্ডে দিয়ার হার ৬-৫ ব্যবধানে। অথচ ২৩ স্কোর করে প্রথম সেটে জয় দিয়েই দারুণ শুরু করেছিলেন দিয়া। তাঁর বেলারুশিয়ান প্রতিপক্ষ কারিনার স্কোর ছিল ২২।
দ্বিতীয় সেটে ২৬ স্কোর করে এগিয়ে যান কারিনা। দিয়া এই সেটে স্কোর করেন ২৫।
তৃতীয় সেটে দুজনই ২৫ স্কোর করায় সেই সেটটি হয়েছিল ড্র। চতুর্থ সেটে ২৫ স্কোরে আবার পিছিয়ে পড়েন দিয়া। কারিনা স্কোর করেন ২৭। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে দিয়া খেলা নিয়ে যান টাইব্রেকে। এই সেটে দিয়ার স্কোর ছিল ২৭, কারিনার ২৬।
টাইব্রেকে খুব যে খারাপ করেছিলেন দিয়া, সেটাও বলা যাবে না। এক তিরের শুটঅফে দিয়ার পয়েন্ট ছিল ৯ আর কারিনার তির ঠিক ১০-এর ঘরে পড়ায় কপাল পোড়ে বাংলাদেশের। দিয়ার হারে থামল বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আর্চারির অলিম্পিক-যাত্রাও।
টাইব্রেক যেন হয়ে উঠেছে দিয়া সিদ্দিকীর গলার কাঁটা! প্যারিসে অলিম্পিকের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন শুটঅফ পর্যন্ত এসে। অলিম্পিকে এসেও একই দুর্ভাগ্য পিছু ছাড়ল না বাংলাদেশি তিরন্দাজের। প্রথম সেট জিতেও বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে টাইব্রেকে হেরে দিয়া বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।
আজ টোকিওর ইয়েমোনেসো হিমাপার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নারী এককের এলিমিনেশনের প্রথম রাউন্ডে দিয়ার হার ৬-৫ ব্যবধানে। অথচ ২৩ স্কোর করে প্রথম সেটে জয় দিয়েই দারুণ শুরু করেছিলেন দিয়া। তাঁর বেলারুশিয়ান প্রতিপক্ষ কারিনার স্কোর ছিল ২২।
দ্বিতীয় সেটে ২৬ স্কোর করে এগিয়ে যান কারিনা। দিয়া এই সেটে স্কোর করেন ২৫।
তৃতীয় সেটে দুজনই ২৫ স্কোর করায় সেই সেটটি হয়েছিল ড্র। চতুর্থ সেটে ২৫ স্কোরে আবার পিছিয়ে পড়েন দিয়া। কারিনা স্কোর করেন ২৭। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে দিয়া খেলা নিয়ে যান টাইব্রেকে। এই সেটে দিয়ার স্কোর ছিল ২৭, কারিনার ২৬।
টাইব্রেকে খুব যে খারাপ করেছিলেন দিয়া, সেটাও বলা যাবে না। এক তিরের শুটঅফে দিয়ার পয়েন্ট ছিল ৯ আর কারিনার তির ঠিক ১০-এর ঘরে পড়ায় কপাল পোড়ে বাংলাদেশের। দিয়ার হারে থামল বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আর্চারির অলিম্পিক-যাত্রাও।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৩ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৪ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪ ঘণ্টা আগে