Ajker Patrika

৫১ বছর পর টেস্ট সিরিজের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­
কাবাডিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সৌজন্য
কাবাডিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সৌজন্য

৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।

কাবাডিতে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেপালের বিপক্ষে কখনোই হারের ইতিহাস নেই বাংলাদেশের। পল্টন মাঠে শুরু থেকেই নেপালকে চেপে ধরেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রথমার্ধ শেষ করেন ২৮-১১ ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর অবশ্য নেপালের খেলায় ধার বাড়ে কিছুটা। তবে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর। নেপালকে ধবলধোলাই করার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘নেপাল অবশ্যই ভালো দল। তারা যথেষ্ট চেষ্টা করেছে, পূর্ণ শক্তি নিয়ে এসেছে। তবে আমরা সুন্দরভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। অবশ্যই নেপালকে ধবলধোলাই করতে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

আগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৯৭৪ সালে ঢাকায় প্রথমবার ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত