শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে।
২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো।
থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’
শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে।
২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো।
থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে