নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হকিতে আবাহনী আর মোহামেডানের ম্যাচ হবে, আর সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না এমন ঘটনা বিরল। আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মনে হচ্ছিল উত্তেজনাহীন এক বিরল ঘটনাই ঘটতে চলেছে মাঠে!
কিন্তু না, সেটি হয়নি। শান্তিপূর্ণভাবে ম্যাচ শেষ করতে পারেনি আবাহনী-মোহামেডান। ম্যাচ শেষ হতে যখন বাকি আর মাত্র ৫৮ সেকেন্ড তখনই ফাউলের অভিযোগে গোলমালের শুরু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দুই বিদেশি আম্পায়ারকে ঘিরে ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে আবাহনী আর মোহামেডান শিবিরে।
লিগে গুরুত্বপূর্ণ ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩.১৫ মিনিটে। গোলমালটা শুরুতে পাকিয়েছেন দুই বিদেশি আম্পায়ার শ্রীলঙ্কার দায়ান দেশনায়েকে এবং মালয়েশিয়ার ইসমাদি বিন আলিস। তাঁরা মাঠে এলেন নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। তাই খেলা শুরু হলো ১৫ মিনিট পর, ৩টা ৩০ মিনিটে।
আজ চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হকি ফেডারেশনের সহসভাপতি মো. ইউসুফ। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এরপর সাধারণ গতিতেই চলেছে খেলা। রিভিউয়ের কারণে খেলা বিলম্বিত হলেও প্রথম তিন কোয়ার্টার চলেছে শান্তিপূর্ণভাবেই।
মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে রকিবুল হাসান রকির আচমকা ফ্লিকে এগিয়ে যায় আবাহনী। একের পর এক সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান সেই গোল শোধ দেয় ৩২ মিনিটে গিয়ে। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহামেডান ডিফেন্ডার আমিরুল ইসলাম।
ম্যাচটা জিততে পারলে লিগে সুবিধাজনক অবস্থানে থাকত মোহামেডান। শেষ কোয়ার্টারে এসে তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করে গেছে সাদা-কালো শিবির। শেষ ১৫ মিনিটে উত্তেজনার একটা আভাস পাওয়া যাচ্ছিল। উত্তেজনা ঝাঁকিয়ে বসল ম্যাচ শেষ হওয়ার ৫৮ সেকেন্ড আগে।
খেলা যখন শেষের পথে তখন ঘড়ির কাঁটা ৫টা ২৫ মিনিটের একটু এদিক-সেদিক। সেই খেলা শেষ হলো সন্ধ্যা ৬টার আগে। একদম শেষভাগে পেনাল্টি কর্নার চেয়ে রিভিউ নিয়ে দুই দলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা ১০ মিনিট বন্ধ থাকার পর পেনাল্টি কর্নার পায় মোহামেডান। সেখান থেকে ফাউলের দাবি নিয়ে আবার উত্তেজনা। খেলা বন্ধ হয় আরেক দফা। একদম শেষ সেকেন্ডে আবার মোহামেডানের পক্ষে পেনাল্টি কর্নার দেন আম্পায়ার। এবার আবাহনীর দিক থেকে প্রতিবাদ এলো। অনেকক্ষণ উত্তেজনার পর মোহামেডান পেনাল্টি কর্নার থেকে গোল পেল কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে সেটা বাতিল করলেন আম্পায়ার। ক্ষোভে ফেটে পড়ল সাদা-কালো শিবির। অনেক উত্তেজনা শেষে ১-১ গোলের ড্র মেনে নিয়েছে দুই দলই।
ড্র মানলেও বিদেশি আম্পায়ার নিয়ে ক্ষোভ দুই শিবিরেই। অথচ বড় ম্যাচকে সামনে রেখেই বাইরের আম্পায়ারের জন্য দাবি করেছিল বড় দলগুলো। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ক্ষোভ থার্ড আম্পায়ার নিয়ে। মোহামেডান এখানেও বিদেশি কাউকে চাইছে। ক্ষোভ নিয়ে জিমির দাবি, ‘শেষ সময়ে বল স্টিকে লেগে গোল হয়েছে। অথচ আম্পায়ার গোল দেননি। আমরা যখনই রিভিউ চেয়েছি, বলা হয়েছে ভিডিও ডিলিট হয়ে গেছে!’ আর আবাহনীর ম্যানেজার মাহবুব হারুনের ক্ষোভ, ‘খেলায় আমরা বারবার সমস্যায় হচ্ছি। আজকে যদি শেষ দিকে গোলটা হয়ে যেত আমরাই সাফারার হতাম। আর আম্পায়ার আমাদের খেলার ছন্দ নষ্ট করেছেন। তারা মাঠে এসেছেন দেরি করে। মোহামেডানের দুই-একজন খেলোয়াড় আছে যারা খেলা নষ্ট করে। এমন সিনিয়র খেলোয়াড়ের কাছে এমনটা প্রত্যাশিত না।’
ড্র করেও টেবিলের শীর্ষে আবাহনী। ৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান আছে সাদা-কালোরা।
হকিতে আবাহনী আর মোহামেডানের ম্যাচ হবে, আর সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না এমন ঘটনা বিরল। আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মনে হচ্ছিল উত্তেজনাহীন এক বিরল ঘটনাই ঘটতে চলেছে মাঠে!
কিন্তু না, সেটি হয়নি। শান্তিপূর্ণভাবে ম্যাচ শেষ করতে পারেনি আবাহনী-মোহামেডান। ম্যাচ শেষ হতে যখন বাকি আর মাত্র ৫৮ সেকেন্ড তখনই ফাউলের অভিযোগে গোলমালের শুরু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দুই বিদেশি আম্পায়ারকে ঘিরে ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে আবাহনী আর মোহামেডান শিবিরে।
লিগে গুরুত্বপূর্ণ ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩.১৫ মিনিটে। গোলমালটা শুরুতে পাকিয়েছেন দুই বিদেশি আম্পায়ার শ্রীলঙ্কার দায়ান দেশনায়েকে এবং মালয়েশিয়ার ইসমাদি বিন আলিস। তাঁরা মাঠে এলেন নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। তাই খেলা শুরু হলো ১৫ মিনিট পর, ৩টা ৩০ মিনিটে।
আজ চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হকি ফেডারেশনের সহসভাপতি মো. ইউসুফ। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এরপর সাধারণ গতিতেই চলেছে খেলা। রিভিউয়ের কারণে খেলা বিলম্বিত হলেও প্রথম তিন কোয়ার্টার চলেছে শান্তিপূর্ণভাবেই।
মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে রকিবুল হাসান রকির আচমকা ফ্লিকে এগিয়ে যায় আবাহনী। একের পর এক সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান সেই গোল শোধ দেয় ৩২ মিনিটে গিয়ে। পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহামেডান ডিফেন্ডার আমিরুল ইসলাম।
ম্যাচটা জিততে পারলে লিগে সুবিধাজনক অবস্থানে থাকত মোহামেডান। শেষ কোয়ার্টারে এসে তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করে গেছে সাদা-কালো শিবির। শেষ ১৫ মিনিটে উত্তেজনার একটা আভাস পাওয়া যাচ্ছিল। উত্তেজনা ঝাঁকিয়ে বসল ম্যাচ শেষ হওয়ার ৫৮ সেকেন্ড আগে।
খেলা যখন শেষের পথে তখন ঘড়ির কাঁটা ৫টা ২৫ মিনিটের একটু এদিক-সেদিক। সেই খেলা শেষ হলো সন্ধ্যা ৬টার আগে। একদম শেষভাগে পেনাল্টি কর্নার চেয়ে রিভিউ নিয়ে দুই দলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা ১০ মিনিট বন্ধ থাকার পর পেনাল্টি কর্নার পায় মোহামেডান। সেখান থেকে ফাউলের দাবি নিয়ে আবার উত্তেজনা। খেলা বন্ধ হয় আরেক দফা। একদম শেষ সেকেন্ডে আবার মোহামেডানের পক্ষে পেনাল্টি কর্নার দেন আম্পায়ার। এবার আবাহনীর দিক থেকে প্রতিবাদ এলো। অনেকক্ষণ উত্তেজনার পর মোহামেডান পেনাল্টি কর্নার থেকে গোল পেল কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে সেটা বাতিল করলেন আম্পায়ার। ক্ষোভে ফেটে পড়ল সাদা-কালো শিবির। অনেক উত্তেজনা শেষে ১-১ গোলের ড্র মেনে নিয়েছে দুই দলই।
ড্র মানলেও বিদেশি আম্পায়ার নিয়ে ক্ষোভ দুই শিবিরেই। অথচ বড় ম্যাচকে সামনে রেখেই বাইরের আম্পায়ারের জন্য দাবি করেছিল বড় দলগুলো। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ক্ষোভ থার্ড আম্পায়ার নিয়ে। মোহামেডান এখানেও বিদেশি কাউকে চাইছে। ক্ষোভ নিয়ে জিমির দাবি, ‘শেষ সময়ে বল স্টিকে লেগে গোল হয়েছে। অথচ আম্পায়ার গোল দেননি। আমরা যখনই রিভিউ চেয়েছি, বলা হয়েছে ভিডিও ডিলিট হয়ে গেছে!’ আর আবাহনীর ম্যানেজার মাহবুব হারুনের ক্ষোভ, ‘খেলায় আমরা বারবার সমস্যায় হচ্ছি। আজকে যদি শেষ দিকে গোলটা হয়ে যেত আমরাই সাফারার হতাম। আর আম্পায়ার আমাদের খেলার ছন্দ নষ্ট করেছেন। তারা মাঠে এসেছেন দেরি করে। মোহামেডানের দুই-একজন খেলোয়াড় আছে যারা খেলা নষ্ট করে। এমন সিনিয়র খেলোয়াড়ের কাছে এমনটা প্রত্যাশিত না।’
ড্র করেও টেবিলের শীর্ষে আবাহনী। ৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান আছে সাদা-কালোরা।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে