Ajker Patrika
সাক্ষাৎকার

‘আল্লাহ হয়তো চেয়েছেন বাংলাদেশে কাজ করি, সে কারণেই হয়েছে’

‘আল্লাহ হয়তো চেয়েছেন বাংলাদেশে কাজ করি, সে কারণেই হয়েছে’

বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুশতাক আহমেদ। পাকিস্তানের এই সাবেক লেগ স্পিনার জুনে হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন। সংক্ষিপ্ত সময়ের এই দায়িত্ব নিয়ে গতকাল ফোনে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন মুশতাক। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস

রানা আব্বাস
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ৩৫

প্রশ্ন: বাংলাদেশ দলের স্পিন কোচ হওয়ার সিদ্ধান্ত নিতে কোন বিষয়টি বেশি ভূমিকা রেখেছে? 
মুশতাক আহমেদ: আমার ম্যানেজার এজেন্টের সঙ্গে কথা বলেছিল। আমার কাছে বেশ কিছু প্রস্তাব ছিল। তবে আল্লাহ হয়তো চেয়েছেন এখানে কাজ করি, সে কারণেই এটা হয়েছে। 

প্রশ্ন: বাংলাদেশে কতটা চ্যালেঞ্জিং হতে পারে কাজটা? 
মুশতাক: এটা চ্যালেঞ্জিং নয়, রোমাঞ্চকর হবে। অনেক প্রতিভাবান স্পিনার আছে দলে। তাদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। মৌলিক বিষয় জানাতে হবে যে কীভাবে উইকেট পেতে হবে, ম্যাচ জিততে হবে। আর আন্তর্জাতিক ক্রিকেটে আসলে তাদের কাছ থেকে কোচিংয়ের চেয়ে ফলই বেশি পেতে চাইবেন। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং হচ্ছে খেলোয়াড়দের কাছ থেকে পারফরম্যান্স আদায় করা। আমার কাছে যা আছে, ওদের সেটাই দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। 

প্রশ্ন: চ্যালেঞ্জিং কেন বলছি, আসছেন সংক্ষিপ্ত মেয়াদে। এই অল্প সময়ে আসলে কতটা বড় পরিসরে কাজ করা সম্ভব? 
মুশতাক: যেটা বললাম, আন্তর্জাতিক পর্যায়ে আসলে অনেক সময় দরকার হয় না। হ্যাঁ, আপনাকে খেলোয়াড়দের সঙ্গে একটা সম্পর্ক গড়তে হবে। সম্পর্কটাই হচ্ছে আসল বিষয়। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়াটা আমার শক্তির জায়গা। নিজের অভিজ্ঞতা শেয়ার করব। এরপর তাদের কাছ থেকে ফল পাব। আপনি ঠিকই বলেছেন, একেবারেই অল্প সময়। তবে এই সময়েও আপনি পার্থক্য গড়তে পারেন—এ বিশ্বাস কোচ হিসেবে আপনার থাকতে হবে।

প্রশ্ন: বিসিবির সঙ্গে লম্বা সময় কাজ করার কোনো পরিকল্পনা আছে?
মুশতাক: সত্যি বলতে, নিশ্চিত না।

প্রশ্ন: আপনাকে কি লম্বা মেয়াদে কাজ করতে বিসিবি কোনো প্রস্তাব দিয়েছে?
মুশতাক: আমি এখনো নিশ্চিত নই। সেখানে আগে যাই, তারপর দেখি কী হয়। 

প্রশ্ন: ব্যাটে-বলে সব মিলে গেলে লম্বা সময় কাজ করার ব্যাপারে আপনার নিজের ভাবনাটা কী আসলে? 
মুশতাক: যদি সব ঠিকঠাক থাকে, আমাদের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠলে আশা করি লম্বা মেয়াদে কাজ করা যাবে। যেখানেই আমি গিয়েছি যেমন—ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ; যে দেশেই কাজ করেছি—ইংল্যান্ডে ছয় বছর এবং ওয়েস্ট ইন্ডিজে দুই বছর কাজ করেছি। দেখা যাক কী হয়, অপেক্ষা করতে হবে।

প্রশ্ন: আপনাকে এই সময়ে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতেই বেশি মনোযোগী থাকতে হবে। সংক্ষিপ্ত এই সময়ে কোন বিষয়ে আপনি বেশি গুরুত্ব দিতে চান? 
মুশতাক: পারফরম্যান্স। কীভাবে ভালো পারফরম্যান্স হয়। সেটি করতে প্রতিপক্ষ, কন্ডিশন বুঝতে হবে আর খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা পেতে হবে। পরিস্থিতি, প্রতিপক্ষ বুঝে সহজ বেসিক প্ল্যানটা দিতে হবে যে ম্যাচ জেতাতে কীভাবে উইকেট পেতে হবে। 

প্রশ্ন: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনারদের জন্য কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে? বিশেষ করে অচেনা যুক্তরাষ্ট্রের কন্ডিশনে?
মুশতাক: আমাদের আগে পিচ দেখতে হবে। যুক্তরাষ্ট্রে আমাদের কারও সেভাবে খেলার অভিজ্ঞতা নেই। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে স্পিনারদের কেমন বৈচিত্র্য সেখানে দরকার। পিচ আগে বুঝতে হবে, তারপর বলা যাবে ওখানে আসলে কী হতে চলেছে।

প্রশ্ন: বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ স্পিনার আছেন। এটা আপনার কাজ কতটা সহজ করে দিতে পারে?
মুশতাক: হ্যাঁ, অবশ্যই। কারণ, অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না। সাকিব বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। বাংলাদেশে যাওয়া এবং তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য রোমাঞ্চকর হতে চলেছে। এখনো তাদের সহায়তা প্রয়োজন, তাদের দিকনির্দেশনা দরকার। আপনি সেরা খেলোয়াড় হলেও কখনো কখনো সামান্য সহায়তাও আপনার ক্যারিয়ারে অনেক উপকার করতে পারে।

প্রশ্ন: আপনি নিজেই একজন ম্যাচ জেতানো লেগ স্পিনার ছিলেন, সে কারণে প্রশ্নটা করা। বাংলাদেশে একজন ভালো মানের লেগ স্পিনার নিয়ে হাপিত্যেশ আছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতিও খুব একটা রিস্ট স্পিনার পরিচর্যা করার জন্য সহায়ক নয়। বিষয়টি নিয়ে আপনার মতামত কী?
মুশতাক: এটি গুহার মধ্যে একটি হীরা খুঁজে পাওয়ার মতোই ব্যাপার। এখানে স্থানীয় কোচদের বড় একটা ভূমিকা রাখতে হয়। স্কুল ক্রিকেট, ক্লাব ক্রিকেট, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট—এই তিনটি হচ্ছে প্ল্যাটফরম। অনেক মিস্ট্রি স্পিনার আছে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে কখনো কখনো আমরা তাদের পাই না। তাদের খুঁজে বের করে অপরিণত প্রতিভাদের নিয়ে কাজ করতে হয়। তাদের প্রচুর লাল বলের ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিতে হয়। এক-দুই বছর এভাবে খেলে এরপর জাতীয় পর্যায়ে আনতে হয়। সরাসরি জাতীয় দলে আনা যাবে না। এই ভুলটা আমরা অনেকে করে থাকি। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আনতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে। যদি তাদের নিয়ে ঠিকঠাক কাজ করা যায়, সঠিক অ্যাকশন থাকে, এক-দুই বছরের মধ্যে পেয়ে যাবেন। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

ক্রীড়া ডেস্ক    
বল হাতে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। ছবি: এক্স
বল হাতে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। ছবি: এক্স

আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ২ ম্যাচে বল হাতে সেরাটা দিয়েছেন মোস্তাফিজু রহমান। তুলে নিয়েছেন ৪ উইকেট। তৃতীয় ম্যাচে এসে নিজেকে হারিয়ে খুঁজলেন এই বাঁ হাতি পেসার। এদিন রান বিলিয়েছেন উদার হস্তে। মোস্তাফিজ বল হাতে খরুচে থাকলেও বিপদে পড়তে হয়নি দুবাই ক্যাপিটালসকে। আবুধাবি নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়েছে তারা।

এ নিয়ে টানা ২ ম্যাচে নাইট রাইডার্সকে হারাল দুবাই। গত ৭ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটিকে ৮৩ রানে হারিয়েছিল তারা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৬ রান তোলে দুবাই। জবাবে ১৮৭ রানে থামে নাইট রাইডার্সের ইনিংস। আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ব্যাটে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে উঠেনি দলটি। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের পরও শেষ ৫ ওভারে ৮৪ রানের সমীকরণ মেলাতে পারেনি নাইট রাইডার্স।

শেষ পর্যন্ত দুবাই হারলে দায় পড়তো মোস্তাফিজের কাঁধে। ৪ ওভারে ৪৭ রান খরচ করেন কাটার মাস্টার। দুই স্পেলে দুই রকমের বোলিং করেছেন তিনি। পাওয়ার প্লেতে দুই ওভারে দেন ১৪ রান। কিন্তু দ্বিতীয় স্পেলে এসে ভেড়ক পিটুনি খান মোস্তাফিজ। ১৬ তম ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৮ রান। ১৮ তম ওভারে দেন ১৫ রান। সে ওভারে হোল্ডারকে বিদায় করেন। ম্যাচে এটা মোস্তাফিজের একমাত্র উইকেট। ৯ বলে ৩ ছক্কায় ২২ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন রাসেল। সমান চারটি করে চার এবং ছয়ে সাজানো তাঁর ১৬০ স্ট্রাইকরেটের ইনিংস।

দুবাইয়ে হয়ে বল হাতে সবচেয়ে বেশি হিসেবি ছিলেন মোহাম্মদ নবি। ৩ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন আফগান তারকা। এর আগে শায়ান জাহাঙ্গীরের ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দুবাই। ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৯ রান করেন এই ব্যাটার। ২৪ বলে ৩৮ রান করেন রোভম্যান পাওয়েল। নাইট রাইডার্সের হয়ে হোল্ডার ও রাসেল দুটি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৯
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো

সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতায় দুই দল। আজ যে দল জিতবে তারা সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ

ভারত-পাকিস্তান

সরাসরি, বেলা ১১ টা

টি স্পোর্টস

তৃতীয় টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭ টা, সরাসরি

স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ

পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স

বেলা ২টা ১৫ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-টটেনহাম

রাত ৮ টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড-লিডস

১০টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ১৭
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি

নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ সামনে থাকলেই উঠে আসে সাবিনা খাতুনের প্রসঙ্গ। আদৌ কি জাতীয় দলে আর সুযোগ পাবেন তিনি। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে আর জাতীয় দলে ডাক পাননি এই ফুটবলার। তবে তাঁকে অধিনায়ক করেই আজ ফুটসালের প্রাথমিক দল করেছে বাফুফে।

আগামী বছরের ১৩ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ এতে অংশ নেবে মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও ভুটান। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে সব দল একে অপরের মুখোমুখি হবে।

পুরুষ দলের কোচ সাইদ খোদারাহমির অধীনেই চলছে বাংলাদেশ নারী দলের ক্যাম্প। প্রাথমিক দলও সাজানো হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নেওয়া সাবিনা ছাড়াও দলে আছেন ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, নিলুফা ইয়াসমিনও।

সাফ ফুটসালে বাংলাদেশের প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, শেজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জিলি ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৪
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। খুলনায় আনুষ্ঠানিকভাবে নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক। তাঁর স্বামীর নাম আল মামুন। মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রুমানা জানান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠান হয়েছে খুলনার টাইগার গার্ডেনে। খুলনা থেকে ফোনে আজকের পত্রিকাকে রুমানা বললেন, ‘নতুন জীবন, একটা অদ্ভুত অনুভূতিই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলেছেন রুমানা। জিতেছেন ২০১৮ এশিয়া কাপ। রুমানা সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত