‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—বহুল প্রচলিত প্রবাদটা আবারও ফিরে আসছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। ২০২০ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবু ১৯৮৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে এখনো বেঁচে রয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। নিলামে উঠছে তাঁর ৩৮ বছরের পুরোনো গোল্ডেন বল।
ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বলও গায়েব হয়ে গিয়েছিল হুট করে। সেই বল অবশেষে পাওয়া গেছে। ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান আগুত গতকাল জানিয়েছে, ৬ জুন প্যারিসে এটা নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানের ধারণা, নিলামে এর দাম কয়েক লাখ ছাড়িয়ে যাবে। নিলামকারী প্রতিষ্ঠানের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঙ্কোয়েস থিয়েরি বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটা নিয়ে অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে। যেমন এটা মাফিয়া চুরি করেছে সোনা তৈরি করতে। প্রয়োজনীয় সবকিছুই আমরা করেছি। পুলিশকে এ ব্যাপারে জানিয়েছি। বলের জন্য এক বছর ধরে চেষ্টা করছিলাম। বিস্তারিত জানতে অনেক গবেষণাও করেছি।’
ম্যারাডোনার জীবদ্দশাতেই গোল্ডেন বলটি ২০১৬ সালে ফ্রান্সে নিলামে কেনেন এক ব্যক্তি। তবে সেই ব্যক্তি জানতেনই না যে তিনি কী কিনেছেন। আগুত প্রতিষ্ঠানের থিয়েরি বলেন, ‘অন্যান্য জিনিসের সঙ্গে সে জিনিসটা নিয়ে এসেছিল। শুরুতে সে জানত না এটা গুরুত্বপূর্ণ কিছু। সে অনেক ট্রফি নিয়ে এসেছিল। তারপর ইন্টারনেটে খোঁজ করে বলের ব্যাপারে। ভেবেছিল এটা গোল্ডেন বলও হতে পারে। ম্যারাডোনা ও ফিফাকে ফোন দেওয়ার চেষ্টাও করে। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না।’
সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা এনে দেন ম্যারাডোনা। করেছেন ৫ গোল, অ্যাসিস্টও করেছেন ৫ গোলে। যার মধ্যে আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুই গোল। ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আর্জেন্টাইন কিংবদন্তির দুটি স্মরণীয় ঘটনাই ঘটেছে সেবার। সেই ম্যাচের জার্সি, বল দুটোই নিলামে এর আগে তোলা হয়েছিল। সেগুলো বিক্রিও হয়েছিল মোটা অঙ্কে।
‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—বহুল প্রচলিত প্রবাদটা আবারও ফিরে আসছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। ২০২০ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবু ১৯৮৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে এখনো বেঁচে রয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। নিলামে উঠছে তাঁর ৩৮ বছরের পুরোনো গোল্ডেন বল।
ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বলও গায়েব হয়ে গিয়েছিল হুট করে। সেই বল অবশেষে পাওয়া গেছে। ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান আগুত গতকাল জানিয়েছে, ৬ জুন প্যারিসে এটা নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানের ধারণা, নিলামে এর দাম কয়েক লাখ ছাড়িয়ে যাবে। নিলামকারী প্রতিষ্ঠানের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঙ্কোয়েস থিয়েরি বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটা নিয়ে অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে। যেমন এটা মাফিয়া চুরি করেছে সোনা তৈরি করতে। প্রয়োজনীয় সবকিছুই আমরা করেছি। পুলিশকে এ ব্যাপারে জানিয়েছি। বলের জন্য এক বছর ধরে চেষ্টা করছিলাম। বিস্তারিত জানতে অনেক গবেষণাও করেছি।’
ম্যারাডোনার জীবদ্দশাতেই গোল্ডেন বলটি ২০১৬ সালে ফ্রান্সে নিলামে কেনেন এক ব্যক্তি। তবে সেই ব্যক্তি জানতেনই না যে তিনি কী কিনেছেন। আগুত প্রতিষ্ঠানের থিয়েরি বলেন, ‘অন্যান্য জিনিসের সঙ্গে সে জিনিসটা নিয়ে এসেছিল। শুরুতে সে জানত না এটা গুরুত্বপূর্ণ কিছু। সে অনেক ট্রফি নিয়ে এসেছিল। তারপর ইন্টারনেটে খোঁজ করে বলের ব্যাপারে। ভেবেছিল এটা গোল্ডেন বলও হতে পারে। ম্যারাডোনা ও ফিফাকে ফোন দেওয়ার চেষ্টাও করে। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না।’
সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা এনে দেন ম্যারাডোনা। করেছেন ৫ গোল, অ্যাসিস্টও করেছেন ৫ গোলে। যার মধ্যে আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুই গোল। ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আর্জেন্টাইন কিংবদন্তির দুটি স্মরণীয় ঘটনাই ঘটেছে সেবার। সেই ম্যাচের জার্সি, বল দুটোই নিলামে এর আগে তোলা হয়েছিল। সেগুলো বিক্রিও হয়েছিল মোটা অঙ্কে।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে