Ajker Patrika

নিলামে উঠছে ম্যারাডোনার ‘চুরি হওয়া’ গোল্ডেন বল 

আপডেট : ০৮ মে ২০২৪, ১৪: ৩৭
নিলামে উঠছে ম্যারাডোনার ‘চুরি হওয়া’ গোল্ডেন বল 

‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—বহুল প্রচলিত প্রবাদটা আবারও ফিরে আসছে ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। ২০২০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবু ১৯৮৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে এখনো বেঁচে রয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। নিলামে উঠছে তাঁর ৩৮ বছরের পুরোনো গোল্ডেন বল। 

ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বলও গায়েব হয়ে গিয়েছিল হুট করে। সেই বল অবশেষে পাওয়া গেছে। ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান আগুত গতকাল জানিয়েছে, ৬ জুন প্যারিসে এটা নিলামে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানের ধারণা, নিলামে এর দাম কয়েক লাখ ছাড়িয়ে যাবে। নিলামকারী প্রতিষ্ঠানের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঙ্কোয়েস থিয়েরি বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটা নিয়ে অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে। যেমন এটা মাফিয়া চুরি করেছে সোনা তৈরি করতে। প্রয়োজনীয় সবকিছুই আমরা করেছি। পুলিশকে এ ব্যাপারে জানিয়েছি। বলের জন্য এক বছর ধরে চেষ্টা করছিলাম। বিস্তারিত জানতে অনেক গবেষণাও করেছি।’ 

ম্যারাডোনার জীবদ্দশাতেই গোল্ডেন বলটি ২০১৬ সালে ফ্রান্সে নিলামে কেনেন এক ব্যক্তি। তবে সেই ব্যক্তি জানতেনই না যে তিনি কী কিনেছেন। আগুত প্রতিষ্ঠানের থিয়েরি বলেন, ‘অন্যান্য জিনিসের সঙ্গে সে জিনিসটা নিয়ে এসেছিল। শুরুতে সে জানত না এটা গুরুত্বপূর্ণ কিছু। সে অনেক ট্রফি নিয়ে এসেছিল। তারপর ইন্টারনেটে খোঁজ করে বলের ব্যাপারে। ভেবেছিল এটা গোল্ডেন বলও হতে পারে। ম্যারাডোনা ও ফিফাকে ফোন দেওয়ার চেষ্টাও করে। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না।’ 

সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা এনে দেন ম্যারাডোনা। করেছেন ৫ গোল, অ্যাসিস্টও করেছেন ৫ গোলে। যার মধ্যে আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুই গোল। ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আর্জেন্টাইন কিংবদন্তির দুটি স্মরণীয় ঘটনাই ঘটেছে সেবার। সেই ম্যাচের জার্সি, বল দুটোই নিলামে এর আগে তোলা হয়েছিল। সেগুলো বিক্রিও হয়েছিল মোটা অঙ্কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত