বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ড্রয়ের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি-লাওতারোরা। ভেনেজুয়েলার ম্যাচের পর নেইমারদের হারাতে দারুণ আত্মবিশ্বাসী লাওতারো।
আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মতো এই ম্যাচেও সেলেসাওদের হারাতে চান স্ট্রাইকার লাওতারো। ম্যাচ শেষে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে। এটা নিঃসন্দেহে অন্যরকম হবে, আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছি। তাদের বিপক্ষে একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’
লাওতারো নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আজ দলের পক্ষে প্রথম গোলটাও করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়ে খুশি লাওতারো। বলেছেন, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। এর থেকেও বড় ব্যাপার আর্জেন্টিনার জয়। আপনাকে সব সময় দলের কথা চিন্তা করতে হবে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১৫ গোল করেছেন লাওতারো। এর মধ্যে গত কোপায় ৫ গোল করে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না তিনি। দলের জয়টা তাঁর কাছে সবার আগে। আজ ম্যাচ শেষেও দলের জয় নিয়ে বলেছেন, ‘৩ পয়েন্ট পেয়ে খুশি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। গোলের পর আমরা মানসিকভাবে চাঙ্গা ছিলাম।’
বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ড্রয়ের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে একটি গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন মেসি-লাওতারোরা। ভেনেজুয়েলার ম্যাচের পর নেইমারদের হারাতে দারুণ আত্মবিশ্বাসী লাওতারো।
আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের আতিথ্য নেবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের মতো এই ম্যাচেও সেলেসাওদের হারাতে চান স্ট্রাইকার লাওতারো। ম্যাচ শেষে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ হবে। এটা নিঃসন্দেহে অন্যরকম হবে, আমরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুত হচ্ছি। তাদের বিপক্ষে একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’
লাওতারো নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আজ দলের পক্ষে প্রথম গোলটাও করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, দলের জয়ে খুশি লাওতারো। বলেছেন, ‘একজন স্ট্রাইকারের কাজই গোল করা। এর থেকেও বড় ব্যাপার আর্জেন্টিনার জয়। আপনাকে সব সময় দলের কথা চিন্তা করতে হবে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১৫ গোল করেছেন লাওতারো। এর মধ্যে গত কোপায় ৫ গোল করে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না তিনি। দলের জয়টা তাঁর কাছে সবার আগে। আজ ম্যাচ শেষেও দলের জয় নিয়ে বলেছেন, ‘৩ পয়েন্ট পেয়ে খুশি। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি। গোলের পর আমরা মানসিকভাবে চাঙ্গা ছিলাম।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৮ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১০ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ ঘণ্টা আগে