Ajker Patrika

ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল ফুটবলারের

ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল ফুটবলারের

গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি। 

ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে। 

নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে। 

সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’ 

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া। 

মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত