গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে