Ajker Patrika

পিএসজির অনুষ্ঠান বাদ দিয়ে বার্সেলোনার কনসার্টে মেসি 

আপডেট : ২৯ মে ২০২৩, ১০: ৪১
পিএসজির অনুষ্ঠান বাদ দিয়ে বার্সেলোনার কনসার্টে মেসি 

লিওনেল মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বার্সা ভক্তদের ‘দুইয়ে দুইয়ে চার’ মেলানোর কাজটাই যেন মেসি এবার অনেকটা সহজ করে দিয়েছেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কনসার্টে।

প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল ইউএনএফপি ট্রফি অনুষ্ঠান আয়োজন করে থাকে। লিগ ওয়ান, লিগ টু, ডি ওয়ান আর্কেমা (মেয়েদের প্রথম ডিভিশন)-এই তিন বিভাগের মৌসুমের সেরা খেলোয়াড়দের সম্মানিত করতে গত রাতে হয়েছে এই অনুষ্ঠানে। পিএসজির ঘোষণা করা এই চারজনের দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও মেসি। তবে মেসি পিএসজির এই অনুষ্ঠানে ছিলেন না। বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে গেছেন মেসি। বার্সা ভক্তদের ‘মেসি, মেসি’ স্লোগানে অনুষ্ঠান মাতিয়ে দেন। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বার্সেলোনায় কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন।

গত পরশু লা মেইনাওতে লিগ ওয়ানে মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা ধরে রাখল প্যারিসিয়ানরা। মেসিও জিতলেন তাঁর দ্বিতীয় লিগ ওয়ান শিরোপা। এই ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। আর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদোর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১,১০৩ ও ৮১ গোল।

মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। তবু মেসির পিএসজিতে আগামী মৌসুমে থাকা অনেকটা অনিশ্চিত। নতুন চুক্তি নিয়ে এখনো চলছে জলঘোলা। অন্যদিকে আল হিলালের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তির কথাও শোনা গিয়েছিল। পরে জানা গেছে, তা ছিল শুধুই গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত