ক্রীড়া ডেস্ক
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে।
হটস্পার স্টেডিয়ামে গত রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে টটেনহাম-নটিংহাম ফরেস্ট। এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে হঠাৎই ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) ধীর গতিতে কাজ করতে থাকে। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার এক টুইটে তখন বলেছে, ‘ম্যাচে ভিএআর চালু হতে একটু সময় লাগবে। কারণ, স্টকলি পার্কে ভিএআর হাবে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।’ ভিএআর এরপর ঠিক হয়েছে কিছুক্ষণের মধ্যেই। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার পরে টুইট করেছে, ‘ভিএআর ঠিক হয়েছে ও এখন চলছে।’
#TOTNFO
— Premier League Match Centre (@PLMatchCentre) April 21, 2025
The match will be operating without VAR until further notice due to a fire alarm at the VAR Hub at Stockley Park.
ফায়ার অ্যালার্ম হঠাৎ বেজে ওঠার কারণ অবশ্য জানা যায়নি। তবে এমন ঘটনায় ভক্ত-সমর্থকেরা মজা পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ তাঁদের মজার দুই একটি কথা প্রতিবেদনে উল্লেখ করেছে। কোনো এক ভক্ত বলেছেন, ‘আমাদের এক মিনিটের মতো স্বাধীনতা ছিল।’ আরেকজন বলেছেন, ‘যিনি ফায়ার অ্যালার্ম বন্ধ করেছেন, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।’ কেউ আবার মজাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। অন্য আরেকজন লিখেছেন, ‘দ্রুত কেউ গিয়ে ইমার্জেন্সি গ্লাস আবার ভেঙে ফেলুন।’
হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। ৫ ও ১৬ মিনিটে ফরেস্টের গোল দুটি করেন ইলিয়ট অ্যান্ডারসন ও ক্রিস উড। ম্যাচে টটেনহামের একমাত্র গোল ৮৭ মিনিটে করেছেন রিচার্লিসন। ম্যাচে অবশ্য ১১ মিনিটে এগিয়ে যেতে পারত নটিংহাম ফরেস্ট। তবে ভিএআর দেখে সেই গোল বাতিল করা হয়।
২-১ গোলে হারার পর টটেনহামের পয়েন্ট ৩৭। পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ১৬ নম্বরে। খেলেছে ৩৩ ম্যাচ। সমান ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। আর এক ম্যাচ জিতলেই তারা প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। ৬০ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট। তারাও খেলেছে ৩৩ ম্যাচ।
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে।
হটস্পার স্টেডিয়ামে গত রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে টটেনহাম-নটিংহাম ফরেস্ট। এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে হঠাৎই ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) ধীর গতিতে কাজ করতে থাকে। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার এক টুইটে তখন বলেছে, ‘ম্যাচে ভিএআর চালু হতে একটু সময় লাগবে। কারণ, স্টকলি পার্কে ভিএআর হাবে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।’ ভিএআর এরপর ঠিক হয়েছে কিছুক্ষণের মধ্যেই। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার পরে টুইট করেছে, ‘ভিএআর ঠিক হয়েছে ও এখন চলছে।’
#TOTNFO
— Premier League Match Centre (@PLMatchCentre) April 21, 2025
The match will be operating without VAR until further notice due to a fire alarm at the VAR Hub at Stockley Park.
ফায়ার অ্যালার্ম হঠাৎ বেজে ওঠার কারণ অবশ্য জানা যায়নি। তবে এমন ঘটনায় ভক্ত-সমর্থকেরা মজা পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ তাঁদের মজার দুই একটি কথা প্রতিবেদনে উল্লেখ করেছে। কোনো এক ভক্ত বলেছেন, ‘আমাদের এক মিনিটের মতো স্বাধীনতা ছিল।’ আরেকজন বলেছেন, ‘যিনি ফায়ার অ্যালার্ম বন্ধ করেছেন, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।’ কেউ আবার মজাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। অন্য আরেকজন লিখেছেন, ‘দ্রুত কেউ গিয়ে ইমার্জেন্সি গ্লাস আবার ভেঙে ফেলুন।’
হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। ৫ ও ১৬ মিনিটে ফরেস্টের গোল দুটি করেন ইলিয়ট অ্যান্ডারসন ও ক্রিস উড। ম্যাচে টটেনহামের একমাত্র গোল ৮৭ মিনিটে করেছেন রিচার্লিসন। ম্যাচে অবশ্য ১১ মিনিটে এগিয়ে যেতে পারত নটিংহাম ফরেস্ট। তবে ভিএআর দেখে সেই গোল বাতিল করা হয়।
২-১ গোলে হারার পর টটেনহামের পয়েন্ট ৩৭। পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ১৬ নম্বরে। খেলেছে ৩৩ ম্যাচ। সমান ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। আর এক ম্যাচ জিতলেই তারা প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। ৬০ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট। তারাও খেলেছে ৩৩ ম্যাচ।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৮ ঘণ্টা আগে