নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে