Ajker Patrika

২ গোলে এগিয়ে থেকেও বিপদ দেখছেন ক্লপ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ৪৮
২ গোলে এগিয়ে থেকেও বিপদ দেখছেন ক্লপ

শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পর থেকেই ভিয়ারিয়ালকে সমীহ করে আসছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। এমনকি প্রথম লেগে ২-০ গোলে জয়ের পরও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না লিভারপুল বস। বলেছেন, এখনো খেলা অর্ধেকটা বাকি আছে। তাই শিষ্যদের সতর্কবার্তাই যেন শোনালেন এই জার্মান কোচ।

ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলে জয় পেয়েছে লিভারপুল। আক্রমণে ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল ‘অল রেড’রা। তবে সেই সুযোগের মাত্র ২টিকেই কাজে লাগাতে পেরেছে তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম লেগে ২ গোলে এগিয়ে থাকায় অনেকে লিভারপুলকে এখনই ফাইনালে দেখছেন।

তবে এমনটা মানতে নারাজ লিভারপুল বস ক্লপ। তাঁর মতে, লড়াই এখনো অনেক বাকি আছে। ক্লপ বলেন, ‘প্রথমার্ধের খেলা আমার বেশি ভালো লেগেছিল। তবে আমরা গোল পাইনি। চাপ প্রয়োগ করে তারা আমাদের ওপর হুমকির তৈরি করতে পারত। আমরা তাদের ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি। ২-০ কিন্তু বিপজ্জনক স্কোরলাইন। এখনো অর্ধেক খেলা মাত্র শেষ হয়েছে। এখনো পুরো কাজ বাকি। শতভাগ সতর্ক থাকতে হবে।’

এই ম্যাচে দ্বিতীয় গোলটি এসেছে সাদিও মানের কাছ থেকে। দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে ক্লপ বলেন, ‘মানে দারুণ একটি মৌসুম পার করছে।’ এ সময় মানের ব্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে লিভারপুল বস আরও বলেন, ‘মানে বিশ্বমানের খেলোয়াড়। তবে আপনি যদি মেসি বা রোনালদো না হন, তবে ব্যালন ডি’অর জেতার জন্য আপনাকে শিরোপা জিততে হবে। এটা অবশ্য তার সেরা মৌসুম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত