Ajker Patrika

নেইমারদের ড্রয়ের রাতে বড় জয় পেল মেসির আর্জেন্টিনা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০: ১৬
নেইমারদের ড্রয়ের রাতে বড় জয় পেল মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে টানা নয় ম্যাচ জয়ের পর অবশেষে থামল ব্রাজিল। কলম্বিয়ার মাঠ থেকে নেইমাররা ফিরেছে  গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে। ব্রাজিলের ড্রয়ের রাতে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। 

ব্রাজিল-কলম্বিয়া ড্রয়ের পর বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে উরুগুয়ের বিপক্ষে লিওনেল মেসিদের জয় ৩-০ গোলে। ৩৮ মিনিটে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোল করেন লাউতারো মার্টিনেজ। 

২০১২ সালের পর এই প্রথম উরুগুয়েকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। বল দখলে পিছিয়ে থাকা উরুগুয়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও  কাজের কাজ করতে পারেনি।  

এর আগে বাছাই পর্বের রাতের আরেক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শুরুতেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। হুয়ান কুইন্তেরোর অসাধারণ এক ক্রসে ইয়েরি মিনার দুর্দান্ত হেড ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার ঠেকিয়ে দিলে গোলবঞ্চিত হয় কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিলও। ১৪ তম মিনিটে ডি বক্সে নেইমারের দেওয়া পাস কাজে লাগাতে পারেনি লুকাস পাকুয়েতা। 

বিরতির পর বল দখলে এগিয়ে থেকেও কলম্বিয়ার জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত