ক্রীড়া ডেস্ক
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।
এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।
তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।
এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।
তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে