উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের সবচেয়ে বড় বিস্ময় ভিয়ারিয়াল। রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছে স্প্যানিশ ক্লাবটি। ভিয়ারিয়াল এবার অনেক বড় শিকার করেছে। শিরোপা প্রত্যাশি বায়ার্ন মিউনিখকে বিদায় করে ১৬ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে তারা। গতকাল রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গিয়ে বায়ার্নকে ১-১ গোলে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। দুই লেগে মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় বাজিমাত করে তারা।
ইতালিয়ান ফুটবলের উঠতি শক্তি আটালান্টাকে গ্রুপপর্ব থেকে ছিটকে দিয়েছে ভিয়ারিয়াল। শেষ ষোলোতে তাদের হাত ধরেই বিদায় নেয় জুভেন্টাস। এবার শেষ হলো রূপকথার একটা রাউন্ড। ঘরের মাঠে বায়ার্নকে ডেকে এনে ১-০ গোলে হারিয়ে দেয় স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয় লেগের ৮৮ মিনিটে গোল করে হার এড়িয়ে আরেকটা অঘটনের জন্ম দিয়েছে তারা। ইউরোপ তো বটেই, বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কখনো লা লিগা জিততে না পারা ক্লাবটি।
ভিয়ারিয়ালের এই সাফল্যে ‘কৃতিত্ব’ আছে বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগালসম্যানের। প্রথম লেগে প্রতিপক্ষ মাঠে হারের পর তিনি বলেছিলেন, ‘আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে ওরা।’ জার্মান কোচের কথাতে পরোক্ষ ইঙ্গিত ছিল যে, দ্বিতীয় লেগটাতে চরম মূল্য দিতে হবে ভিয়ারিয়ালকে। এর আগে চ্যাম্পিয়নস লিগ শেষ আটের ড্রয়ের পর বায়ার্ন কোচ আভাস দেন প্রথম লেগেই তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে তারা।
জার্মান কোচের ওসব বেফাঁস কথাবার্তাই নাকি ভিয়ারিয়াল ফুটবলারদের তাতিয়ে দিয়েছে। গতকাল রাতে সংবাদমাধ্যমকে ভিয়ারিয়ালের মিডফিল্ডার ড্যানি পারেয়ো বলেছেন, ‘প্রথম লেগেই নাগালসম্যান (কোয়ার্টার ফাইনাল) নিশ্চিত করতে চেয়েছিলেন। এই কথা বলে সে ভিয়ারিয়াল ও ফুটবলকে অসম্মান করেছে। সত্যি বলতে ওপর দিকে থুতু মারলে তা নিজে মুখেই পড়ে।’
জার্মান কোচকে একহাত নিয়েছেন দলটির স্প্যানিশ স্ট্রাইকার জেরার্ড মরেনোও। যে গোলটা ভিয়ারিয়ালের শেষ চারের টিকিটের ফয়সালা করে দিয়েছে তিনিই ছিলেন সেই গোলটার রূপকার। সেই মরেনো খোঁচা মারলেন বায়ার্ন কোচকে। তিনি বললেন, ‘প্রথম লেগেই আমরা ম্যাচের ভাগ্য নির্ধারণ না করে ভুল করেছি। তার এসব কথা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে দিয়েছে। ওরা আজ (গতকাল রাতে) আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে। আমরা এই সুযোগটাই নিয়েছি।’
ভিয়ারিয়ালকে সেমিফাইনালে তোলার পর দলটির প্রধান কোচ উনাই এমেরি ভীষণ খুশি। তাঁর হাত ধরেই ইউরোপে প্রথম বড় কোনো সাফল্য পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। গত মৌসুমে ভিয়ারিয়ালকে তিনি জেতান ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই এবার সরাসরি চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে ভিয়ারিয়াল। এই দলটাকে এবার আরও বড় স্বপ্ন দেখেছেন স্প্যানিশ কোচ।
গতকাল রাতে এমেরি বলেছেন, ‘এ ধরনের টুর্নামেন্টে কিছু পেতে হলে আপনাকে অবশ্যই বড় দলকে হারাতে হবে। জুভেন্টাসকে হারানোটা ছিল আমাদের প্রক্রিয়ার প্রথম ধাপ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমাদের সামনে বেনফিকা এবং লিভারপুল যে-ই আসুক একই কথা। চেষ্টা করব সেমিফাইনালে সুযোগ কাজে লাগানোর।’ ভিয়ারিয়াল সুযোগ কাজে লাগতে পারবে তো? এই দলটার কাছে সবকিছুই যে সম্ভব হয়ে উঠছে!
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের সবচেয়ে বড় বিস্ময় ভিয়ারিয়াল। রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছে স্প্যানিশ ক্লাবটি। ভিয়ারিয়াল এবার অনেক বড় শিকার করেছে। শিরোপা প্রত্যাশি বায়ার্ন মিউনিখকে বিদায় করে ১৬ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে তারা। গতকাল রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গিয়ে বায়ার্নকে ১-১ গোলে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। দুই লেগে মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় বাজিমাত করে তারা।
ইতালিয়ান ফুটবলের উঠতি শক্তি আটালান্টাকে গ্রুপপর্ব থেকে ছিটকে দিয়েছে ভিয়ারিয়াল। শেষ ষোলোতে তাদের হাত ধরেই বিদায় নেয় জুভেন্টাস। এবার শেষ হলো রূপকথার একটা রাউন্ড। ঘরের মাঠে বায়ার্নকে ডেকে এনে ১-০ গোলে হারিয়ে দেয় স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয় লেগের ৮৮ মিনিটে গোল করে হার এড়িয়ে আরেকটা অঘটনের জন্ম দিয়েছে তারা। ইউরোপ তো বটেই, বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কখনো লা লিগা জিততে না পারা ক্লাবটি।
ভিয়ারিয়ালের এই সাফল্যে ‘কৃতিত্ব’ আছে বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগালসম্যানের। প্রথম লেগে প্রতিপক্ষ মাঠে হারের পর তিনি বলেছিলেন, ‘আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে ওরা।’ জার্মান কোচের কথাতে পরোক্ষ ইঙ্গিত ছিল যে, দ্বিতীয় লেগটাতে চরম মূল্য দিতে হবে ভিয়ারিয়ালকে। এর আগে চ্যাম্পিয়নস লিগ শেষ আটের ড্রয়ের পর বায়ার্ন কোচ আভাস দেন প্রথম লেগেই তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে তারা।
জার্মান কোচের ওসব বেফাঁস কথাবার্তাই নাকি ভিয়ারিয়াল ফুটবলারদের তাতিয়ে দিয়েছে। গতকাল রাতে সংবাদমাধ্যমকে ভিয়ারিয়ালের মিডফিল্ডার ড্যানি পারেয়ো বলেছেন, ‘প্রথম লেগেই নাগালসম্যান (কোয়ার্টার ফাইনাল) নিশ্চিত করতে চেয়েছিলেন। এই কথা বলে সে ভিয়ারিয়াল ও ফুটবলকে অসম্মান করেছে। সত্যি বলতে ওপর দিকে থুতু মারলে তা নিজে মুখেই পড়ে।’
জার্মান কোচকে একহাত নিয়েছেন দলটির স্প্যানিশ স্ট্রাইকার জেরার্ড মরেনোও। যে গোলটা ভিয়ারিয়ালের শেষ চারের টিকিটের ফয়সালা করে দিয়েছে তিনিই ছিলেন সেই গোলটার রূপকার। সেই মরেনো খোঁচা মারলেন বায়ার্ন কোচকে। তিনি বললেন, ‘প্রথম লেগেই আমরা ম্যাচের ভাগ্য নির্ধারণ না করে ভুল করেছি। তার এসব কথা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে দিয়েছে। ওরা আজ (গতকাল রাতে) আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে। আমরা এই সুযোগটাই নিয়েছি।’
ভিয়ারিয়ালকে সেমিফাইনালে তোলার পর দলটির প্রধান কোচ উনাই এমেরি ভীষণ খুশি। তাঁর হাত ধরেই ইউরোপে প্রথম বড় কোনো সাফল্য পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। গত মৌসুমে ভিয়ারিয়ালকে তিনি জেতান ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই এবার সরাসরি চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে ভিয়ারিয়াল। এই দলটাকে এবার আরও বড় স্বপ্ন দেখেছেন স্প্যানিশ কোচ।
গতকাল রাতে এমেরি বলেছেন, ‘এ ধরনের টুর্নামেন্টে কিছু পেতে হলে আপনাকে অবশ্যই বড় দলকে হারাতে হবে। জুভেন্টাসকে হারানোটা ছিল আমাদের প্রক্রিয়ার প্রথম ধাপ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমাদের সামনে বেনফিকা এবং লিভারপুল যে-ই আসুক একই কথা। চেষ্টা করব সেমিফাইনালে সুযোগ কাজে লাগানোর।’ ভিয়ারিয়াল সুযোগ কাজে লাগতে পারবে তো? এই দলটার কাছে সবকিছুই যে সম্ভব হয়ে উঠছে!
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে