Ajker Patrika

ব্রাজিলকে টুর্নামেন্টের সেরা দল বললেন ক্রোয়েশিয়া কোচ

ব্রাজিলকে টুর্নামেন্টের সেরা দল বললেন ক্রোয়েশিয়া কোচ

শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। এই ম্যাচে ব্রাজিলকে সমীহ করছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দালিচের মতে, টুর্নামেন্টের সেরা দল ব্লাজিল।

এবারের বিশ্বকাপে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ আগেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টারে চলে যায় সেলেসাওরা। অন্যদিকে মরক্কো ও বেলজিয়ামের বিপক্ষে দুটো ম্যাচই গোলশূন্য ড্র করে ক্রোয়েশিয়া। ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে আসা কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ক্রোয়েশিয়া। গতকাল জাপানকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছায় গতবারের রানারআপরা। 

দালিচের মতে, ব্রাজিলের বিপক্ষে খেলাটা কঠিন হবে। ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘যদি বাস্তবতা দেখেন, টুর্নামেন্টের সেরা দল ব্রাজিল। তাদের অনেক সেরা খেলোয়াড় আছে। দলটা দুর্দান্ত। এটা কিছুটা ভয় পাওয়ার মতোই। তাই আমাদের জন্য এটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।’ 

ব্রাজিলকে দালিচ সমীহ করছেন ঠিকই। তবে সেলেসাওদের বিপক্ষে ম্যাচের আগেই হেরে যেতে চান না তিনি। ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করব। খেলার আগেই আত্মসমর্পণ করব না। ব্রাজিলকে আমাদের নিজেদের স্টাইলে আক্রমণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত