নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৫ বছর বাংলাদেশে আবারও দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। বাংলাদেশে একাডেমি গড়ার ইচ্ছার কথা জানিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেট। বাংলাদেশকে নিয়ে উন্মাদনার তুঙ্গে ফুটবলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। সম্ভবত বাংলাদেশকে আরও চমক দিতে চায় ম্যারাডোনা-মেসির দেশ। এবারের চমকের নাম জামাল ভূঁইয়া!
আজ বিকেলে নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো। টুইটে লেখা হয়েছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম। সব ঠিক থাকলে আগামী তুরিনো ফেডারেল এ লিগে খেলবেন তিনি। আর্জেন্টাইন উন্মাদনায় স্বাগতম জামাল।’
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোল দে মায়োর এজন্টের সঙ্গে আলোচনা করেছেন জামাল ভূঁইয়া। সঙ্গে ছিলেন তাঁর এজেন্টও। পরে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারোর সঙ্গে জার্সি বিনিময়ও করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। এরপরই টুইটারে চমক সোল দে মায়োর।
এই বছরে শুরুতে একই ক্লাবে ডাক পেয়েছিলেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায় আর্জেন্টিনার ক্লাবে যাওয়া হয়নি তপু ও কিরণের। একই বাধা এখন জামালের সামনেও। শোনা যাচ্ছে, খেলোয়াড়-এজেন্টের মধ্যে কথা পাকা গেলেও ক্লাব থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাননি তিনিও। যদিও সোল দে মায়ো চুক্তি পাকা বলেই জানিয়েছে তাদের টুইটারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও বলছে সোল দে মায়োতেই যাচ্ছেন জামাল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কোপা আর্জেন্টিনা। জামালের সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা দেখছে সংবাদমাধ্যমটি। যদিও সেই সময় চলবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের ব্যস্ততায় জামাল আদৌ আর্জেন্টিনায় খেলতে যেতে পারবেন কিনা, শেখ রাসেল তাঁকে ছাড়পত্র দেবে কিনা সেটাও প্রশ্ন!
৪৫ বছর বাংলাদেশে আবারও দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। বাংলাদেশে একাডেমি গড়ার ইচ্ছার কথা জানিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেট। বাংলাদেশকে নিয়ে উন্মাদনার তুঙ্গে ফুটবলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। সম্ভবত বাংলাদেশকে আরও চমক দিতে চায় ম্যারাডোনা-মেসির দেশ। এবারের চমকের নাম জামাল ভূঁইয়া!
আজ বিকেলে নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো। টুইটে লেখা হয়েছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম। সব ঠিক থাকলে আগামী তুরিনো ফেডারেল এ লিগে খেলবেন তিনি। আর্জেন্টাইন উন্মাদনায় স্বাগতম জামাল।’
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোল দে মায়োর এজন্টের সঙ্গে আলোচনা করেছেন জামাল ভূঁইয়া। সঙ্গে ছিলেন তাঁর এজেন্টও। পরে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারোর সঙ্গে জার্সি বিনিময়ও করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। এরপরই টুইটারে চমক সোল দে মায়োর।
এই বছরে শুরুতে একই ক্লাবে ডাক পেয়েছিলেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায় আর্জেন্টিনার ক্লাবে যাওয়া হয়নি তপু ও কিরণের। একই বাধা এখন জামালের সামনেও। শোনা যাচ্ছে, খেলোয়াড়-এজেন্টের মধ্যে কথা পাকা গেলেও ক্লাব থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাননি তিনিও। যদিও সোল দে মায়ো চুক্তি পাকা বলেই জানিয়েছে তাদের টুইটারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও বলছে সোল দে মায়োতেই যাচ্ছেন জামাল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কোপা আর্জেন্টিনা। জামালের সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা দেখছে সংবাদমাধ্যমটি। যদিও সেই সময় চলবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের ব্যস্ততায় জামাল আদৌ আর্জেন্টিনায় খেলতে যেতে পারবেন কিনা, শেখ রাসেল তাঁকে ছাড়পত্র দেবে কিনা সেটাও প্রশ্ন!
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৮ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৯ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১১ ঘণ্টা আগে