নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৫ বছর বাংলাদেশে আবারও দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। বাংলাদেশে একাডেমি গড়ার ইচ্ছার কথা জানিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেট। বাংলাদেশকে নিয়ে উন্মাদনার তুঙ্গে ফুটবলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। সম্ভবত বাংলাদেশকে আরও চমক দিতে চায় ম্যারাডোনা-মেসির দেশ। এবারের চমকের নাম জামাল ভূঁইয়া!
আজ বিকেলে নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো। টুইটে লেখা হয়েছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম। সব ঠিক থাকলে আগামী তুরিনো ফেডারেল এ লিগে খেলবেন তিনি। আর্জেন্টাইন উন্মাদনায় স্বাগতম জামাল।’
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোল দে মায়োর এজন্টের সঙ্গে আলোচনা করেছেন জামাল ভূঁইয়া। সঙ্গে ছিলেন তাঁর এজেন্টও। পরে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারোর সঙ্গে জার্সি বিনিময়ও করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। এরপরই টুইটারে চমক সোল দে মায়োর।
এই বছরে শুরুতে একই ক্লাবে ডাক পেয়েছিলেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায় আর্জেন্টিনার ক্লাবে যাওয়া হয়নি তপু ও কিরণের। একই বাধা এখন জামালের সামনেও। শোনা যাচ্ছে, খেলোয়াড়-এজেন্টের মধ্যে কথা পাকা গেলেও ক্লাব থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাননি তিনিও। যদিও সোল দে মায়ো চুক্তি পাকা বলেই জানিয়েছে তাদের টুইটারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও বলছে সোল দে মায়োতেই যাচ্ছেন জামাল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কোপা আর্জেন্টিনা। জামালের সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা দেখছে সংবাদমাধ্যমটি। যদিও সেই সময় চলবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের ব্যস্ততায় জামাল আদৌ আর্জেন্টিনায় খেলতে যেতে পারবেন কিনা, শেখ রাসেল তাঁকে ছাড়পত্র দেবে কিনা সেটাও প্রশ্ন!
৪৫ বছর বাংলাদেশে আবারও দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। বাংলাদেশে একাডেমি গড়ার ইচ্ছার কথা জানিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভারপ্লেট। বাংলাদেশকে নিয়ে উন্মাদনার তুঙ্গে ফুটবলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। সম্ভবত বাংলাদেশকে আরও চমক দিতে চায় ম্যারাডোনা-মেসির দেশ। এবারের চমকের নাম জামাল ভূঁইয়া!
আজ বিকেলে নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো। টুইটে লেখা হয়েছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম। সব ঠিক থাকলে আগামী তুরিনো ফেডারেল এ লিগে খেলবেন তিনি। আর্জেন্টাইন উন্মাদনায় স্বাগতম জামাল।’
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোল দে মায়োর এজন্টের সঙ্গে আলোচনা করেছেন জামাল ভূঁইয়া। সঙ্গে ছিলেন তাঁর এজেন্টও। পরে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারোর সঙ্গে জার্সি বিনিময়ও করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। এরপরই টুইটারে চমক সোল দে মায়োর।
এই বছরে শুরুতে একই ক্লাবে ডাক পেয়েছিলেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায় আর্জেন্টিনার ক্লাবে যাওয়া হয়নি তপু ও কিরণের। একই বাধা এখন জামালের সামনেও। শোনা যাচ্ছে, খেলোয়াড়-এজেন্টের মধ্যে কথা পাকা গেলেও ক্লাব থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাননি তিনিও। যদিও সোল দে মায়ো চুক্তি পাকা বলেই জানিয়েছে তাদের টুইটারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও বলছে সোল দে মায়োতেই যাচ্ছেন জামাল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কোপা আর্জেন্টিনা। জামালের সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা দেখছে সংবাদমাধ্যমটি। যদিও সেই সময় চলবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের ব্যস্ততায় জামাল আদৌ আর্জেন্টিনায় খেলতে যেতে পারবেন কিনা, শেখ রাসেল তাঁকে ছাড়পত্র দেবে কিনা সেটাও প্রশ্ন!
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে