দেড় দশক ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। সেটি শুধু মাঠেই নয়; উপার্জনেও। এবারের হিসেবে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদো আছেন তিনে।
গত ১২ মাসে আয়ের দিক থেকে শীর্ষে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানে সবার ওপরে অবস্থান করছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকা মেসি। দুইয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। এরপরের নামটি রোনালদো।
তবে শীর্ষ দশে বাস্কেটবল খেলোয়াড়দের জয়জয়কার। ১০ জনের চারজনই বাস্কেটবল খেলোয়াড়, তিনজন ফুটবলার, একজন করে টেনিস খেলোয়াড়, আমেরিকান রুলস ফুটবলার ও বক্সার। তালিকায় নেই কোনো ক্রিকেটার।
মাঠ ও মাঠের বাইরের সামগ্রিক হিসাব অনুযায়ী, গত এক বছর মেসি ১ হাজার ১৭১ কোটি টাকা আয় করেছেন। রোনালদোর পকেট ও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। আরেক ফুটবল তারকা নেইমার জুনিয়র ৮৫৭ কোটি টাকা পকেটে পুরে আছেন চারে।
টেনিস নক্ষত্র রজার ফেদেরার অনেক দিন হলো আছেন কোর্টের বাইরে। এর প্রভাব পড়েছে আয়েও। সুইস কিংবদন্তি গত এক বছরে ৮১৮ কোটি টাকা উপার্জন করলেও নেমে গেছেন সাতে। ৭৩০ কোটি টাকা আয় করে শীর্ষ দশের শেষ স্থানটি দখলে নিয়েছেন জিয়ান্নিস আন্তেতোকোন্মপো। এবারই প্রথম এই তালিকায় স্থান পেয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা।
দেড় দশক ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। সেটি শুধু মাঠেই নয়; উপার্জনেও। এবারের হিসেবে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদো আছেন তিনে।
গত ১২ মাসে আয়ের দিক থেকে শীর্ষে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানে সবার ওপরে অবস্থান করছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকা মেসি। দুইয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। এরপরের নামটি রোনালদো।
তবে শীর্ষ দশে বাস্কেটবল খেলোয়াড়দের জয়জয়কার। ১০ জনের চারজনই বাস্কেটবল খেলোয়াড়, তিনজন ফুটবলার, একজন করে টেনিস খেলোয়াড়, আমেরিকান রুলস ফুটবলার ও বক্সার। তালিকায় নেই কোনো ক্রিকেটার।
মাঠ ও মাঠের বাইরের সামগ্রিক হিসাব অনুযায়ী, গত এক বছর মেসি ১ হাজার ১৭১ কোটি টাকা আয় করেছেন। রোনালদোর পকেট ও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। আরেক ফুটবল তারকা নেইমার জুনিয়র ৮৫৭ কোটি টাকা পকেটে পুরে আছেন চারে।
টেনিস নক্ষত্র রজার ফেদেরার অনেক দিন হলো আছেন কোর্টের বাইরে। এর প্রভাব পড়েছে আয়েও। সুইস কিংবদন্তি গত এক বছরে ৮১৮ কোটি টাকা উপার্জন করলেও নেমে গেছেন সাতে। ৭৩০ কোটি টাকা আয় করে শীর্ষ দশের শেষ স্থানটি দখলে নিয়েছেন জিয়ান্নিস আন্তেতোকোন্মপো। এবারই প্রথম এই তালিকায় স্থান পেয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে