ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনাল দেখে চাইলে কেউ এমনটা বলতেই পারেন। ২০২২ ও ২০২৪—দুই বারই ফাইনালিস্ট লিভারপুল ও চেলসি। ফলও একই। রুদ্ধশ্বাস জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন।
২০২২ কারাবাও কাপের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। সেবার লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তখন মূল ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে চেলসিকে ১১-১০ গোলে হারিয়েছিল লিভারপুল। দুই বছর পর লিভারপুলের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। চোটজর্জর লিভারপুল দলে ফাইনালে খেলতে পারেননি দলটির দুই ফরোয়ার্ড ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আরেক ফরোয়ার্ড দিয়োগা জোতা, ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও গোলরক্ষক আলিসন বেকার তাঁদেরকেও বসে থাকতে হয়েছে। এমন দল নিয়ে তাদের সঙ্গে চেলসির গতরাতে ওয়েম্বলির ফাইনালে লড়াইটা হয়েছে সমানে সমানে। লিভারপুল বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ বল দখলে ছিল চেলসির।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও মিলছিল না গোলের দেখা। অবশেষে ১১৮ মিনিটে ফাইনালে প্রথম গোলের দেখা মেলে। লিভারপুলের ডিফেন্ডার কনস্ট্যান্টিনোস সিমিকাস কর্নার থেকে প্রথমে ক্রস করেন। এরপর হেডে গোল করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দশমবারের মতো ইএফএল কাপ শিরোপা জেতে লিভারপুল। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগে লিভারপুলের হয়ে দ্বিতীয় কারাবাও কাপ জিতলেন ক্লপ। ২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘বিশেষ কোচেরা সবসময় বিশেষ কিছুই করে। এই ছোট ছেলেরা, তারা বিশ্বাসও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। একজন ফুটবল কোচ হিসেবে যা যা পাওয়ার দরকার, সবই তিনি পেয়েছেন। ক্লপের শেষ কয়েক মাস চলছে (লিভারপুলের কোচ হিসেবে)। যে মুহূর্ত তিনি পেলেন, এটা তার কাছে গর্ব করার মতো।’
লিভারপুলের প্রশংসার পাশাপাশি চেলসিরও সমালোচনা করেন নেভিল। অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায়, তখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় চেলসি। ফিনিশিংয়ের দুর্বলতা ব্লুজদের তো ছিলই, একই সঙ্গে লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহারও ছিলেন দুর্দান্ত। নেভিল বলেন, ‘চেলসি আফসোস করবে এসব মুহূর্তের জন্য। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি বিশ্বাস করতে পারছি না যে চেলসির অতিরিক্ত সময়ে কী হয়েছে। তারা খেলেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। আপনি ম্যাচ হারতে পারেন তবে এভাবে ডুবে যেতে পারেন না।’
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনাল দেখে চাইলে কেউ এমনটা বলতেই পারেন। ২০২২ ও ২০২৪—দুই বারই ফাইনালিস্ট লিভারপুল ও চেলসি। ফলও একই। রুদ্ধশ্বাস জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন।
২০২২ কারাবাও কাপের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। সেবার লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তখন মূল ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে চেলসিকে ১১-১০ গোলে হারিয়েছিল লিভারপুল। দুই বছর পর লিভারপুলের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। চোটজর্জর লিভারপুল দলে ফাইনালে খেলতে পারেননি দলটির দুই ফরোয়ার্ড ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আরেক ফরোয়ার্ড দিয়োগা জোতা, ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও গোলরক্ষক আলিসন বেকার তাঁদেরকেও বসে থাকতে হয়েছে। এমন দল নিয়ে তাদের সঙ্গে চেলসির গতরাতে ওয়েম্বলির ফাইনালে লড়াইটা হয়েছে সমানে সমানে। লিভারপুল বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ বল দখলে ছিল চেলসির।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও মিলছিল না গোলের দেখা। অবশেষে ১১৮ মিনিটে ফাইনালে প্রথম গোলের দেখা মেলে। লিভারপুলের ডিফেন্ডার কনস্ট্যান্টিনোস সিমিকাস কর্নার থেকে প্রথমে ক্রস করেন। এরপর হেডে গোল করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দশমবারের মতো ইএফএল কাপ শিরোপা জেতে লিভারপুল। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগে লিভারপুলের হয়ে দ্বিতীয় কারাবাও কাপ জিতলেন ক্লপ। ২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘বিশেষ কোচেরা সবসময় বিশেষ কিছুই করে। এই ছোট ছেলেরা, তারা বিশ্বাসও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। একজন ফুটবল কোচ হিসেবে যা যা পাওয়ার দরকার, সবই তিনি পেয়েছেন। ক্লপের শেষ কয়েক মাস চলছে (লিভারপুলের কোচ হিসেবে)। যে মুহূর্ত তিনি পেলেন, এটা তার কাছে গর্ব করার মতো।’
লিভারপুলের প্রশংসার পাশাপাশি চেলসিরও সমালোচনা করেন নেভিল। অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায়, তখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় চেলসি। ফিনিশিংয়ের দুর্বলতা ব্লুজদের তো ছিলই, একই সঙ্গে লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহারও ছিলেন দুর্দান্ত। নেভিল বলেন, ‘চেলসি আফসোস করবে এসব মুহূর্তের জন্য। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি বিশ্বাস করতে পারছি না যে চেলসির অতিরিক্ত সময়ে কী হয়েছে। তারা খেলেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। আপনি ম্যাচ হারতে পারেন তবে এভাবে ডুবে যেতে পারেন না।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে